adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুখ বন্ধ রাখতে খাশোগির সন্তানদের অর্থ দিচ্ছে সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : হত্যাকাণ্ডের শিকার হওয়া ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির সন্তানদের লাখ লাখ ডলারে বাড়ি এবং প্রতি মাসে নগদ অর্থ দিচ্ছে সৌদির কর্তৃপক্ষ। সোমবার মার্কিন দৈনিক দ্য ওয়াশিংনটন পোস্টের এক প্রতিবেদনে এমন খবর ছাপা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সৌদি সরকারের সমালোচক হিসেবে পরিচিতি পাওয়া খাশোগিকে গত বছরের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। ১৫ সদস্যের একটি টিম তাকে হত্যার পর খাশোগিকে শরীর টুকরো টুকরো করে এবং এখনও তার দেহ খুঁজে পাওয়া যায়নি।
মার্কিন এই দৈনিকের খবরে বলা হয়েছে, জনসম্মুখে বাবার হত্যাকাণ্ড নিয়ে যাতে মুখ না খোলে সেজন্য খাশোগি পরিবারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির অংশ হিসেবে জামাল খাশোগির দুই ছেলে ও দুই মেয়েকে এই অর্থ ও ঘরবাড়ি দেয়া হচ্ছে।

সেখানে বলা হয়েছে, খাশোগির সন্তানদের সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় ৪০ লাখ ডলার মূল্যমানের বাড়ি দেয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানায়, খাশোগির বড় ছেলে সালাহ সৌদি আরবেই থাকতে চান। কিন্তু খাশোগির অন্য সন্তান, যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তারা বাড়ি বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছেন।

এদিকে বাড়ি ছাড়াও খাশোগির সন্তানরা প্রতি মাসে ১০ হাজার ডলার বা তার চেয়ে বেশি পরিমাণে অর্থ পাচ্ছে। এছাড়া তারা ইতোমধ্যেই লাখ লাখ অর্থও পেয়েছেন বলে জানিয়েছে দ্য পোস্ট।
উল্লেখ্য, জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে সৌদির শক্তিশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম উঠে আসে। যদিও তিনি নিজেকে নিদোর্ষ বলে দাবি করেছেন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জন অভিযুক্ত করে তাদের বিচার চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া