adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্ডিয়ান এক্সপ্রেসকে মাশরাফি- আমার দর্শন হলো যতদূর সম্ভব মানুষকে খুশি করা

MASHRAFIস্পাের্টস ডেস্ক : ২০০১ সাল থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলছেন মাশরাফি বিন মুর্তজা। টেস্ট না খেললেও বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। তারই নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ দল।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বেই ওয়ানডেতে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় করেছে। ক্রিকেট ভক্তদের মাঝে তুমুল জনপ্রিয় মাশরাফি বিন মুর্তজা। তবে, এতকিছুর মধ্যেও মাশরাফি চেয়েছেন সবসময় সাধারণ থাকতে। সবার সঙ্গে মিশে চলতে।

ভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার মাশরাফি বিন মুর্তজার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এই সাক্ষাৎকারে মাশরাফি ‍বিন মুর্তজা বলেছেন, আমি যা তা আল্লাহর রহমতেই হয়েছি। এটি এমন না যে আমি নিজে নিজে তৈরি করেছি। জীবনে সবাই কঠিন পরিশ্রম করে। অন্যদের মতো আমিও কঠোর পরিশ্রম করেছি। এ নিয়ে উদ্ধত বা খুব গর্ব করার কিছু নেই।

তিনি আরও বলেন, আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করি। আমি শুধু ক্রিকেট খেলতে চেয়েছি ও ভালো একজন মানুষ হতে চেয়েছি। আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমি কখনও লোক দেখানো কিছু পছন্দ করি না।

মাশরাফি বলেন, আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। আমি এটি আমার বাবা-মায়ের কাছ থেকে শিখেছি। আমি যেমন ছিলাম তেমনই থাকতে চেয়েছি। ছোটবেলার বন্ধুদের সাথে এখনও আমার ভালো সম্পর্ক আছে। আমার জীবন দর্শন হলো চেষ্টা করা ও যতদূর সম্ভব মানুষকে খুশি করা।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া