adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্টি বলায় চটলেন কারিনা কাপুর

বিনােদন ডেস্ক : আরবাজ খানের আসন্ন ওয়েব শো পিঞ্চে অংশ নেন অভিনেত্রী কারিনা কাপুর। এই অনুষ্ঠানটিতে সেলেবরা তাদের সোশ্যাল মিডিয়া এবং ট্রোলিং সম্পর্কে কথা বলবেন। কারিনা সবসময়ই তার পোশাক নির্বাচন বা নানা দৃশ্যে তার অভিনয় নিয়ে ট্রোলিং–এর মুখে পড়েন। সম্প্রতি এমনই একটি ট্রোলিং পোস্টে এক নেটিজেন তার মন্তব্যে ‘‌আন্টি’‌ বলেন অভিনেত্রীকে। আর তাতেই বেজায় চটেছেন তৈমুরের মা।

ওই নেটুজেন লিখেছেন, ‘‌আপনি এখন আন্টি হয়ে গেছেন, বাচ্চা মেয়ের মতো কাজ করবেন না।’‌ আরবাজের শোয়ের ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে কারিনা এই মন্তব্য পড়ার পরে খানিক্ষণ হাসেন, কিন্তু তারপর ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘‌লোকেরা মনে করেন যে সেলিব্রিটিদের কোনো আবেগ বা অনুভূতি নেই। সাধারণ মানুষ সেলিব্রিটিদের অনুভূতির বিষয়ে অজ্ঞ। যেন সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রীদের কোনো অনুভূতি থাকতে নেই। আমাদের কেবল সবকিছুই মেনে নিতে হবে।’‌

করণ জোহর, সোনম কাপুর, সোনাক্ষী সিনহা, নওয়াজউদ্দীন সিদ্দিকী, কপিল শর্মা এবং অন্যান্য সেলিব্রিটিদেরও এই শোয়ে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা সবাই তাদের ছবি বা ভিডিওর নানা ট্রোলিং মন্তব্য পড়ে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। সাম্প্রতিক অতীতেও কারিনার বেশ কয়েকটি ছবিতে তাকে বাজেভাবে ট্রোলড করা হয়েছে। কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‌যাকে যেটা পরে ভালো দেখায় সেটাই পরা উচিত। আমি জানি না মায়ের পোশাক বলে আলাদা কিছু হয় কি না!’‌ কারিনা বলেন, ‘‌মাতৃত্ব মানে একজন মহিলার নিজের সর্বস্ব ছেড়ে দেওয়া নয়।’‌

গর্ভাবস্থায় র‌্যাম্পে হাঁটার জন্য এবং ঘন ঘন বাইরে যাওয়ার জন্যও কারিনার সমালোচনা করা হয়েছিল। কারিনা এ প্রসঙ্গে বলেন, ‘‌আমি যখন গর্ভবতী ছিলাম, তখন আমার সম্পর্কে অনেক কথাই উঠেছিল।’‌

তৈমুরের জন্মের পর, কারিনাকে ছেলেকে ছেড়ে জিমে যাবার এবং পার্টিতে যোগ দেওয়ার জন্যও বাজেভাবে ট্রোল করা হয়। কারিনা এর জবাবে বলেন, ‘‌বন্ধুদের সঙ্গে বেরনো বা পার্ট করা, এর সঙ্গে খারাপ মা ভালো মায়ের যোগ নেই। মাতৃত্বের অর্থ এই নয় যে, একজন মহিলাকে নিজের সর্বস্ব ছেড়ে দিতে হবে।’‌

কারিনা কাপুর বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে তার ‘গুড নিউজ’‌ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। পরবর্তী সময়ে ‘তখত’‌ সিনেমাতে দেখা যাবে তাকে। তিনি সম্প্রতি রেডিও জকি হিসেবেও কাজ করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া