adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজি টানা চারবার জিতল ফরাসি কাপ

স্পাের্টস ডেস্ক : ফরাসি ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা ‘ফরাসি কাপ’ জিতল নেইমারের পিএসজি। এই নিয়ে টানা চতুর্থ এবং সবচেয়ে বেশি ১২ বার এই খেতাব জিতল উনাই এমরির শিষ্যরা।

মঙ্গলবার রাতে লেস হারবিয়েরসকে ২-০ ব্যবধানে হারিয়ে এই জয় হাসিল করেছে পিএসজি।

এর আগে ফরাসি লিগ কাপ এবং লিগ ওয়ানের খেতাব জিতেছে উনাই এমরির দল। পিএসজির হয়ে দু’টি গোল করেন জিওভানি লো সেলসো এবং এডিনসন কাভানি। পায়ে অস্ত্রোপচার সেরে মাঠে ফেরার অপেক্ষায় এদিন ডাগ-আউটে উপস্থিত ছিলেন নেইমার। গ্যালারি থেকে সতীর্থদের উৎসাহ দেন পিএসজির সবচেয়ে নামি ফরোয়ার্ড।

শুরু থেকেই লেস হারবিয়েরসের উপর আক্রমণ জারি রেখেছিল উনাই এমরির শিষ্যরা। খেলার প্রথমার্ধে ১০ এবং ২০ মিনিটে পরপর গোল লক্ষ্য করে নেওয়া লো সেলসোর দু’টি শট পোস্টে লেগে ফেরে। কিন্তু ২৬ মিনিটে আর কোন ভুল করেননি সেলসো। থিয়েগোর বাড়ানো বল বাঁপায়ের শটে বিপক্ষের জালে জড়িয়ে দেন পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন এডিনসন কাভানি। ডি-বক্সে বিপক্ষ গোলরক্ষক ফাউল করেন কাভানিকে সেখান থেক স্পট কিকে বল হারবিয়েরসের জালে জড়িয়ে দেন পিএসজির এই উরুগুয়ান স্ট্রাইকার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া