adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিআরইউ’র সভাপতি জামাল, সম্পাদক রাজু

DRU-thereport24-1নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ২০১৬ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ।
সেগুন বাগিচার ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে সোমবার ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন ৬৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ৩৬৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক মুরসালিন নোমানী পেয়েছেন ৪৭৬ ভোট। একই পদে ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক (অনলাইন) ফেরদাউস মুবারক পেয়েছেন ৪৮ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে বাসসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন ৫৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাদের অর্থনীতির সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩১৩ ভোট। অর্থ সম্পাদক পদে অর্থনীতি প্রতিদিনের (বন্ধ) কামরুজ্জামান কাজল ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আমাদের অর্থনীতির অর্থনৈতিক স্টাফ রিপোর্টার হাসান আরিফ পেয়েছেন ৪৮০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শেখ মুহাম্মদ জামাল হোসাইন ৫৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরটিভির বিশেষ প্রতিনিধি ফারুক খান পেয়েছেন ৪০০ ভোট। দফতর সম্পাদক পদে প্রাইমনিউজ ডটকমের মেহেদী আজাদ মাসুম ৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নাজমুল আহসান তৌফিক পেয়েছেন ২৪২ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে হালিম মোহাম্মদ ৫২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী সোহাগ পান ৩৭২ ভোট। ক্রীড়া সম্পাদক পদে কালবেলার মুজিবুর রহমান ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যায়যায়দিনের ক্রীড়া প্রতিবেদক আমিনুল ইসলাম লিটন পেয়েছেন ৪৮১ ভোট।
কার্যনির্বাহী সাত পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৬০৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন আলোকিত বাংলাদেশের মিজানুর রহমান। এ ছাড়া দৈনিক ভোরের কাগজের ঝর্ণা মনি ৫৭৭ ভোট, এসবিসি৭১ ডটকমের ওসমান গণি বাবুল ৪৭৯ ভোট, দ্য ইকোনমিক টুডের শেখ মাহমুদ এ রিয়াত ৪৩৬ ভোট, জাস্টনিউজবিডি ডটকমের শফিকুল ইসলাম শামীম ৩৯৬ ভোট, দৈনিক নবচেতনার আজাদ হোসেন সুমন ৩৮৪ ভোট এবং বিবার্তা টোয়েন্টিফোর ডটনেটের চিফ রিপোর্টার মো. মহসিন হোসেন ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত দুই সদস্য হলেন নিউনেশনের এহসানুল হক জসিম ৩৫৪ এবং দৈনিক সংগ্রামের কামাল উদ্দিন সুমন ৩৪৮ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
ডিআরইউ নির্বাচনে এবার এক হাজার ২৭০ ভোটের মধ্যে এক হাজার ১৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সদস্য হিসেবে ছিলেন নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের ও বিএফইউজে মহাসচিব এম এ আজিজ।
এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক পদে একই পত্রিকার সুমী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল, সাংস্কৃতিক সম্পাদক পদে নতুন সময় ডটকমের মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক পদে নবচেতনার প্রধান প্রতিবেদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক পদে নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিল্টন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া