adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড স্কোয়াড

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে আগামী ১০ই ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ দল। ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কিউই দলের নেতৃত্ব দেবেন টপঅর্ডার ব্যাটসম্যান জিত রাভাল। তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলতে গতকাল দুপুরে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দলের ৮ সদস্যের প্রথম বহর।

তাদের সঙ্গী হয়েছেন ট্যুর ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। আগামী ১৩ই ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। তার আগে নেপিয়ারের ম্যাকলিন পার্কে ১০ই ফেব্রুয়ারি সয়রকারী বাংলাদেশ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ডের বোর্ড প্রেসিডেন্ট একাদশ। পুরো স্কোয়াডে একমাত্র জিত রাভালেরই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।
তাই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সে দলের অধিনায়কত্ব করার পাশাপাশি আসন্ন সিরিজের জন্য নিজেকে ঝালাই করে নিতে পারবে। নেপিয়ারে আগামী ১৩ই ফেব্রুয়ারি মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০শে ফেব্রুয়ারি ডানেডিনে হবে শেষ দুই ওয়ানডে। এ দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ :
জিত রাভাল (অধিনায়ক), অ্যান্ড্রু ফ্লেচার, রচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, ডেল ফিলিপ্স, কাটেন ক্লার্ক, শন সলিয়া, ম্যাক্স চু (উইকেটরক্ষক), থিও ফন ওরকম, ইয়ান ম্যাকপিক, অ্যান্ড্রু হ্যাজেল্ডিন ও জেমি ব্রাউন। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া