adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কােভিড -১৯ এ যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৬৭ হাজার আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : কােভিড-১৯ এ আক্রান্তে একদিনে ফের নতুন রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৬৭ হাজারের বেশি মানুষের শরীরে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৬৭ হাজার ৬৩২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যা একদিনে নতুন রেকর্ড।

তাতে দেশটিতে মোট করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৩৫ লাখের কাছাকাছি গিয়ে ঠেকেছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

অঙ্গরাজ্যগুলোতে বুধবার একদিনে সর্বোচ্চ শনাক্তের খবর এসেছে টেক্সাস ও ওকলামা থেকে। টেক্সাসের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এদিন সেখানে ১০ হাজার ৭৯১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে, মৃত্যু হয়েছে ১১০ জনের। আক্রান্ত-মৃত্যু দুটিতেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলের অঙ্গরাজ্যটিতে এটা রেকর্ড।

টেক্সাসের পার্শ্ববর্তী ওকলামার গভর্নর কেভিন সিট জানিয়েছেন, বুধবার তার অঙ্গরাজ্যে ১ হাজার ৭৫ জনের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে, যা একদিনে সর্বোচ্চ।

দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য আলাবামায় করোনায় আক্রান্তে একদিনে সর্বোচ্চ ৪৭ জনের মৃত্যু হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যান্য অঙ্গরাজ্যেও করোনাভাইরাসের সংক্রমণ উঠতির দিকে। আলাবার পার্শ্ববর্তী ফ্লোরিডায় মোট শনাক্ত ৩ লাখ ২ হাজার ছুঁই ছুঁই করছে। পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়াতেও কয়েক সপ্তাহ ধরে শনাক্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। অবস্থা বেগতিক দেখে ফের লকডাউন দেওয়া হয়েছে অঙ্গরাজ্যটিতে।

চব্বিশ ঘণ্টায় ক্যালিফোর্নিয়ায় রেকর্ড ১১ হাজার ১২৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে; এই সময়ে মৃত্যুতেও রেকর্ড হয়েছে, ১৪০ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর সংখ্যাও আরও বেড়েছে। বর্তমানে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার। নতুন গবেষণায় দাবি করা হয়েছে, আগামী মাসের দিকে দেশটিতে করোনায় মৃত্যু ১ লাখ ৫০ হাজার ছাড়াবে।

আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা আরও বেশি। আক্রান্ত ছাড়িয়ে গেছে ৩৬ লাখ ১৬ হাজার; মৃত্যু ১ লাখ ৪০ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ ১৬ লাখ ৪৫ হাজার।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ছাড়িয়েছে ১ কোটি ৩৬ লাখ ৯১ হাজার, মৃত্যু দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার।

বৈশ্বিক তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে আক্রান্ত ১৯ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৭৫ হাজার ৫০০।

আক্রান্তে তৃতীয়স্থানে ভারত, ৯ লাখ ৭০ হাজার, মৃত্যু ২৫ হাজার ছুঁই ছুঁই করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া