adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলেই জিততে চান বাংলাদেশ : মাশরাফি

mushrafiস্পোর্টস ডেস্ক : ঢাকার বিতর্ক পেছনে ফেলে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে এখন চট্টগ্রামে অবস্থান করছেন মাশরাফি-বাটলাররা। বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ‘কথার লড়াইয়ে নয়, খেলেই সিরিজ জিততে চায় তার দল।’

সিরিজ নির্ধারণী ম্যাচে নামার আগে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছে দুই দল। সেখানে বাংলাদেশ দলের প্রতিনিধি ছিলেন অধিনায়ক মাশরাফি। আর ইংল্যান্ড দলের প্রতিনিধি ছিলেন মঈন আলি।
ঢাকা ছেড়ে চট্টগ্রাম চলে আসলেও মহাগুরুত্বপূর্ণ সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ঘুরেফিরে আসছে গত ম্যাচের বিতর্ক। ইংলিশ অলরাউন্ডার মঈন আলির ধারণা, সে সবের রেশ থাকবে শেষ ম্যাচেও। জিততে আরও বেশি তেতে থাকবে দু’দলই।

তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বলেছেন, কথার লড়াইয়ে নয়, ভালো খেলেই সিরিজ জিততে চান তারা।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে উইকেট শিকার উদযাপনের ‘দায়ে’ জরিমানার বিষয়ে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, এটা সাধারণ উদযাপন ছিল। আমরা কোনো ভুল করিনি। সুতরাং দুঃখ প্রকাশের কিছু নেই। আর ক্রিকেট জেন্টলমেন গেম (ভদ্রলোকের খেলা)। আমরা এখন মাঠের খেলায়ই মনোযোগ দিচ্ছি।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠের ক্রিকেটের উত্তাপ স্পর্শ করেছিল দুই দলের ক্রিকেটারদেরও। জস বাটলারের আউটের পর বাংলাদেশের বাধনহারা উদযাপন পছন্দ হয়নি তার। টিভি পর্দায় তাকে দেখা গেছে অসন্তুষ্ট। তার বাক্য বিনিময়ও হয় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে।
ম্যাচ শেষেও ছড়িয়ে পড়ে এটির রেশ। করমর্দনের সময় জনি বেয়ারস্টোর সঙ্গে ধাক্কা লাগে তামিম ইকবালের। পেছনেই থাকা বেন স্টোকস হুট করে এগিয়ে ধাক্কা মারেন তামিমকে। তামিমও এগিয়ে যান। সাকিব এসে শান্ত করার চেষ্টা করেন পরিস্থিতি।পরে ম্যাচ রেফারি জরিমানা করেন মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানকে। তিরস্কার করা হয় বাটলারকে।

তৃতীয় ম্যাচের আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনের শুরুতেই উঠে এলো এই প্রসঙ্গ। ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে আসা মঈন বললেন, তারা এখন মনোযোগ দিতে চান ক্রিকেটে।ওই ম্যাচে ছেলেদের কয়েকজন উত্তেজিত হয়ে পড়েছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচে এ রকম হতেই পারে। আমাদের দলে কয়েক জন আছে যারা এ রকম পরিস্থিতিতে একটু উত্তেজিত হয়ে পড়ে, বাংলাদেশ দলেও এ রকম কয়েক জন আছে। ব্যাপারটি ছিল ওরকমঈ। এখন ওসব পেছনে পড়ে গেছে, আমরা মনোযোগ দিচ্ছি ক্রিকেটে।’

তবে বিতর্ক যে সব সময় পেছনে ফেলা যায় না, সেটা উঠে এল মঈনের পরের কথাতেই। ‘আমার মনে হয়, এটি দুদলকেই আরও তাতিয়ে দেবে। দুদলই এখন জিততে চাইবে আগের চেয়ে বেশি করে। বাংলাদেশ দেশের মাটিতে টানা ছয়টি সিরিজ হারেনি, আমরা অবশ্যই হারাতে চাই। আমি জানি, আমাদের কয়েক জন ক্রিকেটার, বিশেষ করে আমাদের অধিনায়ক মরিয়া হয়ে চাইবে ম্যাচটি জিততে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া