adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গায়ের জোরে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে’

dr.-kamal-hosen1_thereport2নিজস্ব প্রতিবেদক : ‘গায়ের জোরে দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে’ বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘দেশে এখন একদলীয় শাসন চলছে। দেশের মানুষ অতীতে কখনও একদলীয় শাসন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।’
রাজধানীর ইডেন কমপ্লেক্সে রবিবার গণফোরামের কর্মিসভা ও ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই। গায়ের জোরে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। মানুষের কথা বলার অধিকার নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার নেই। জীবনের নিরাপত্তা নেই। সত্য কথা বললে তার ওপর খড়গ নেমে আসে। আমরা সত্যের পক্ষে। অন্যায়ের বিরুদ্ধে। যতোই বাধা আসুক প্রতিবাদ করে যাব।’
বিশিষ্ট এই আইন বিশেষজ্ঞ বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বর্তমান অবস্থা দেখলে সত্যিই দুঃখ হয়। আমাদের স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি। কিন্তু আমাদের সেই অর্থনৈতিক মুক্তি হয়নি। আজও জাকাতের কাপড় নেওয়ার জন্য ২৭ মানুষকে জীবন দিতে হয়।’
গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি এ্যাডভোকেট মফিজুল ইসলাম কামাল, আ ও ম শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া