adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনা টিকিটে খেলা দেখতে স্টেডিয়াম গেটে স্কুল শিক্ষার্থীদের মিছিল

স্পোর্টস ডেস্ক : টেস্টের প্রথম সেশনের বিরতি পড়তেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভেসে এলো মিছিলের আওয়াজ। বিনা টিকিটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখার দাবি জানিয়ে স্টেডিয়ামের বাইরে আওয়াজ তুলেছেন সাগরিকা ও পাহাড়তলীর কয়েকটি স্কুলের শ’খানেক শিক্ষার্থী।

জোরাল কণ্ঠে তাদের স্লোগান, জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে। দেখতে চাই, দেখতে চাই, খেলা দেখতে চাই।

এমন নানা হুশয়ারি দিলেও অবশ্য মিছিল করা স্কুল শিক্ষার্থীদের খেলা দেখার আশা পূরণ হয়নি। স্টেডিয়ামের বিভিন্ন গেট ঘুরে ফিরে যেতে হয়েছে তাদের।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিফর্ম পরে স্কুলের ওই ছাত্ররা হাজির হয় স্টেডিয়ামে। ওরা ভেবেছিল অন্যসময়ের মতো খেলা দেখা যাবে টিকিট ছাড়াই। চট্টগ্রাম টেস্টে যে ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা নেই, সেটি তাই জানতে পারে স্টেডিয়ামে এসে। বিচ্ছিন্নভাবে অনুনয় বিনয় করার পর ছাত্ররা একাট্টা হয়ে মিছিল নিয়ে আসে মিডিয়া সেন্টারের গেটে। তাদের একটাই দাবি, খেলা দেখতে চাই।

সেখানকার নিরাপত্তাকর্মী ও বিসিবির নিরাপত্তা বিভাগের সদস্যরা তাদের পাঠান ২ নম্বর গেটে। বলা হয় ওই গেট দিয়ে প্রবেশ করা যাবে। সেখানে দায়িত্বরতরা শিক্ষার্থীদের পাঠায় প্রধান ফটকে। পরে তাদের ভয়-ভীতি দেখিয়ে সরিয়ে দেয়া হয় স্টেডিয়াম এলাকা থেকে।
মিছিলে ইন্ধন যোগানোয় দুজনকে আটকও করে পুলিশ। স্টেডিয়ামের পুলিশবক্সের ছাউনিতে কিছুক্ষণ রেখে অবশ্য ছেড়েও দেয়া হয় তাদের। ওই দুজনের কাছে স্কুলের পরিচয়পত্র ছিল না।

বাংলাদেশে টেস্ট ম্যাচ হলে স্টেডিয়ামে দর্শক তেমন থাকেই না। যে কারণে স্কুল শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দেয় বিসিবি। দীর্ঘদিন ধরেই এমনটা চলায় অনেকটা রীতিই হয়ে গেছে।

চট্টগ্রাম টেস্টে হঠাৎ কেনো এমন উল্টোচিত্র সেটি নিয়ে বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম জানালেন, ‘সিলেট টেস্টে একজন ছাত্র ঢুকে গিয়েছিল মাঠে। মিরপুরের গ্যালারিতে ছাত্রদের দুইপক্ষ মারামারি পর্যন্ত করেছে। তিক্ত অভিজ্ঞতা ও সতর্কতাবশত আমরা চট্টগ্রাম টিকিটবিহীন কাউকে প্রবেশ করাচ্ছি না। আপনারা তো ভালো জানেন তাদের নিয়ে আমাদের কতটা ভোগান্তি পোহাতে হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া