adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপান থেকে ৮০টি বোমা বানানোর প্লুটোনিয়াম নিখোঁজ

জাপানের পরমাণু স্থাপনাআন্তর্জাতিক ডেস্ক : অব্যবহৃত ৬৪০ কেজি প্লুটোনিয়ামের হিসাব দিতে ব্যর্থ হয়েছে জাপান। ২০১২-২০১৩ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএএইএ’র কাছে দেয়া হিসাবে এ গরমিল দেখা গেছে।  
জাপান আণবিক শক্তি কমিশনের এক কর্মকর্তা বলেছেন, এ ৬৪০ কেজি প্লুটোনিয়াম একটি বন্ধ পরমাণু চুল্লিতে স্থাপন করা হয়েছিল। 
২০১১ সালে পরীক্ষার জন্য প্লুটোনিয়াম-ইউরেনিয়াম মিশ্রিত অক্সাইড বা এমওএক্স নামের এ জ্বালানি কিয়ুশু ইলেক্ট্রনিক পাওয়ার কোম্পানির জেন কাই পরমাণু বিদ্যুত স্থাপনার তিন নম্বর চুল্লিতে বসানো হয়েছিল। কিন্তু ফুকুশিমা দুর্ঘটনার দু বছর পর এমওএক্স বের করে আনা হয়।
২০১২ সালে জাপান তার বার্ষিক প্রতিবেদনে আইএইএ-কে জানিয়েছে যে, দেশের বিভিন্ন পরমাণু স্থাপনায় অব্যবহৃত ১.৬ টন প্লুটোনিয়াম আছে। কিন্তু ২০১১ সালে প্লুটোনিয়াম ছিল ২.২ টন আর ২০১৩ সালে এ পরিমাণ উল্লেখ করা হয়েছে ১.৬ টন।
নিখোঁজ প্লুটোনিয়ামের খবর প্রথম প্রকাশ করেছে জাপানের কাকুজোহো নামের একটি ওয়েবসাইট। এদিকে, কোনো কোনো সূত্রে দাবি করা হচ্ছে- নিখোঁজ প্লুটোনিয়াম দিয়ে প্রায় ৮০টি শক্তিশালী পরমাণু বোমা বানানো সম্ভব।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া