adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন নির্বাচনে পুলিশ ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার গুলাহান কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারের মধ্য বিরতিতে তিনজন সাংবাদিকদের এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি কিন্তু এই নির্বাচন এখনিই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোন দায়িত্ব পালন করছে না। আমরা দেখতে পাচ্ছি একিভাবে পুলিশ বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতার করছে এবং হয়রানী করছে। জামিনের জন্য যারা যাচ্ছেন বা জামিন পাচ্ছেন তাদের জামিনে বিলম্ব করা হচ্ছে। তাদেরকে জামিনে বের করা হচ্ছে না।

তিনি বলেন, আমরা অতীতের নির্বাচন গুলোতে দেখেছি, পুলিশ যে ভুমিকা পালন করেছে তা বিষণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা জানতে পেরেছি পুলিশকে দিয়ে আবারো একিভাবে নির্বাচনে কারচুপি করার জন্য নীল নকশা তৈরী করা হচ্ছে। এবং যে কর্মকতা পুলিশের সদরদপ্তরে বসে গতবার যে পরিকল্পনা করেছিলেন, সেই একি পুলিশ কর্মকতা আবারো হেড কোয়াটারে বসে নীল নকশা তৈরী করছেন যে কিভাবে সরকারের পক্ষে নিয়ে আসা যায়।
বিএনপির মহাসচিব বলেন, আমরা খুবেই স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন কমিশনের যাদের উপর দায়িত্ব পরেছে নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার লক্ষে এবং নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরী করার জন্য তার কোনটায় তারা এখন পর্যন্ত পালন করছেন না।

মির্জা ফখরুল বলেন, আমরা এ ব্যাপারে আমাদের লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছি, আমরা আবারো এই বিষয়টা তুলে ধরছি, নির্বাচন কমিশন যদি সমতল ভূমি তৈরী না করে, লেভেল প্লেইং ফিল্ড তৈরী না করে, পুলিশের গ্রেফতার বন্ধ না করে। তাহলে এই নির্বাচন জনগণের কাছে এই নির্বাচন কখনো গ্রহন যোগ্য হবে না।

তিনি বলেন, আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি, নির্বাচনে যেতে চাই এবং যাচ্ছি এবং সব ব্যবস্থা নিচ্ছি। আমি আশা করবো নির্বাচন কমিশন বোধদয় হবে। তারা জেগে উঠবে এবং তাদের সাংবিধানিকভাবে যে দায়িত্ব তাদের রয়েছে, যে ক্ষমতা তাদের রয়েছে, সে ক্ষমতা দায়িত্ব প্রয়োগ করে তারা তাদের দায়িত্ব তারা পালন করবে।

পুলিশ কর্মকর্তাদের যে পরিবর্তন আমরা চেয়ে ছিলাম, প্রত্যাক জেলায় তার পরিবর্তন করা,

আজ তৃতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার চলছে। তৃতীয় দিনে চট্টগ্রাম বিভাগের-৩৬ আসনে ২৬৯জনের সাক্ষাতকার শেষ হয়েছে। বিকেল বেলা কুমিল্লা ও সিলেট সাক্ষাতকার চলবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া