adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ লাখ বাংলাদেশি কর্মী নেয়া স্থগিত করলো মালয়েশিয়া

2016_02_25_20_18_47_t4ojXHyrKZqNx6eLfzhkvhLPlKbxQL_800xautoডেস্ক রিপোর্ট :  বিদেশি কর্মী নেয়া সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ১২ মার্চ শনিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী দাতো সেরি আহমেদ জাহিদ হামিদি।

তিনি বলেছেন, এই সিদ্ধান্তের অর্থ বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী আনার পরিকল্পনাও বাতিল।

তিনি জানান, নতুন করে আর একজনও বিদেশি কর্মী নেয়া হবে না। এখন চাকরিদাতারা চাইলে বর্তমানে দেশে অবস্থানরত অবৈধ অথবা বৈধতার মেয়াদোত্তীর্ণ কর্মীদের জন্য বৈধতা চেয়ে আবেদন করতে পারেন।

তিনি আরো জানান, আগামী ৩০ জুন পর্যন্ত বৈধতার আবেদনের শেষ সময় ছিল। এখন তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

বারবার বলার পরও নিয়োগকারীরা সরকারের নির্দেশনাকে উপেক্ষা করায় ক্ষোভ প্রকাশও করেন তিনি। মালয়েশিয়ায় আর কোনো অনিবন্ধিত শ্রমিক থাকতে পারবে না বলেও জানিয়ে দেন।

এদিন নিজ নির্বাচনী এলাকায় নতুন গ্রামপ্রধানের নিয়োগপত্র হস্তান্তরের সময় এ তথ্য জানান উপপ্রধানমন্ত্রী (তিনি স্বারষ্ট্রমন্ত্রীও বটে)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া