adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নজরুল ইসলাম খান বললেন -হাসিনার চেয়ে শেখ সাহেব ভাল ছিলেন

2016_04_03_15_20_10_gZ8RX4bpxNX618lysLpPNhvGGhNutB_originalডেস্ক রিপোর্ট : শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘শেখ হাসিনার চেয়ে শেখ সাহেব (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) অনেক ভাল ছিলেন।’

৩ এপ্রিল রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘খুন-গুম-নারী নির্যাতন ও শিশু হত্যার প্রতিবাদ এবং বর্তমান প্রেক্ষাপট’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ কল্যাণ পার্টি এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। কারো কথা বলার অধিকার নেই। বিরোধী রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করতে পারে না। তাদের রাজনৈতিক অধিকারগুলো কেড়ে নেয়া হয়েছে। এর চেয়ে শেখ সাহেব (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) অনেক ভাল ছিলেন। উনি (বঙ্গবন্ধু) আমাদের রাজনৈতিক অধিকার বন্ধ করে দিয়েছিলেন আইন করে, প্রকাশ্যে। ফলে আর কোনো দল করা যাবে না।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এই সরকার কোনো আইন করেনি। কিন্তু তারা এমন পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে আর কেউ কোনো দল করতে পারবে না। দল করতে হলে ইনু (হাসানুল হক ইনু) সাহেবদের মতো হওয়া লাগবে। নইলে জাতীয় পার্টির মতো হতে হবে। গাছেরটাও খাবে তলারটাও কুড়াবে। তারা সচিবালয়ে মন্ত্রী, সংসদে বিরোধী দল।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। যতদিন পারা যায় জোর-জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চাইবে। কিন্তু এভাবে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। হিটলার, মুসোলিনী, এরশাদের মতো তাদেরকেও বিদায় নিতে হবে। তবে সেজন্য আমাদেরকে বসে থাকলে চলবে না, আন্দোলনে নামতে হবে। সেই গণতান্ত্রিক আন্দোলনে আমরা যত তাড়াতাড়ি সফল হবো, তত তাড়াতাড়ি গুম-খুন-নারী নির্যাতন বন্ধ হবে। দেশবাসী মুক্তি পাবে।’

এতে আরো বক্তব্য রাখেন-কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, মো. ইলিয়াস; যুগ্ম মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা রাহেলা হক রঞ্জু প্রমুখ। শেষ মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া