adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেতুর টোল কমানোর দাবিতে বিক্ষােভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল কমানোর দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলায় বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পরিবহন শ্রমিকরা। এতে সোহেল নামে ২৪ বছর বয়সী এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। এছাড়া পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন আরও অর্ধশত শ্রমিক।

শুক্রবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- তাসলিমা (৫০), আলআমিন (২৬) ও মানিক (২৬)। তাদের স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেলে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে আগে ট্রাকের টোল ছিল ৩০ টাকা। গত ২২ অক্টোবর সেই টোল বাড়িয়ে ২৪০ টাকা করা হয়। হঠাৎ টোল বাড়ানোয় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

এর প্রতিবাদে শুক্রবার সকালে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে শ্রমিকরা বিআরটিএ কার্যালয়ের ভেতরে ঢুকে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সোহেল নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

সোহেলের মরদেহ স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মানিক নামে এক শ্রমিকের কপালে গুলি লেগেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান বলেন, সকাল শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত। ব্যস্ত আছি পরে এই ব্যাপারে কথা বলব।’

এই বিষয় জানতে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের মোবাইলে কল করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে মোবাইল কেটে দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া