adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাদা পাউডারের প্যাকেট ও ম্যারাডোনাকে নিয়ে সমালোচনার ঝড়

স্পাের্টস ডেস্ক : মাদকের সাথে ফুটবলের জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সম্পর্কটা বেশ পুরানো। সম্প্রতি নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে বেশ এলোমেলো’ই দেখা যায় তাকে।

এসময় তার পাশে রাখা ছিল সাদা রঙের পাউডারের একটা প্যাকেট। রহস্যময় সেই প্যাকেট নিয়ে আবারও আলোচনায় এসেছেন ফুটবলের এই সাবেক রাজপুত্র। পাশাপাশি ম্যাচ চলাকালীন বিচিত্র অঙ্গভঙ্গি আর অশালীন ইঙ্গিত করেও বেশ সমালোচিত হন ম্যারাডোনা।

জীবনাচরণ নিয়ে অনেক আগে একবার সাক্ষাতকারে তিনি সব বলেছিলেন। রোববার থেকে বুধবার পর্যন্ত কোকেন আর মদে ডুবে থাকার পরও কীভাবে উইকএন্ডের ম্যাচে নামতেন। শুধু নামতেনই না। চোখ ধাঁধানো পারফরম্যান্স করতেন। তখন তিনি নাপোলিতে খেলেন নিয়মিত। কালো-সাদায় মেশানো তার জীবনযাপন। কখনও খলনায়ক। কখনও ফুটবল পায়ে তিনিই কোটি মানুষের আত্মার আত্মীয়।

ডিয়েগো ম্যারাডোনার এমন বর্ণময় জীবন রূপালি পর্দায় তুলে ধরার কথা অনেক দিন আগেই ভেবেছিলেন লন্ডনের এক পরিচালক। গায়ক অ্যামি উইনহাউসের জীবন নিয়ে তথ্যচিত্র বানিয়ে যিনি ইতিমধ্যে অস্কার জিতেছেন। আসিফ কাপাডিয়া নামের সেই পরিচালক এবার ম্যারাডোনার জীবনী রূপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন। আগামী বছরের শেষে মুক্তি পাবে ম্যারাডোনার বায়োপিক। আর্জেন্টাইন তারকার ব্যক্তিগত জীবনের বহু অজানা তথ্য উঠে আসবে এই তথ্যচিত্রে। এমনটাই জানিয়েছেন আসিফ।

অনেকদিন আগেই শুটিং শুরু হয়েছিল। ম্যারাডোনা নিয়মিত সময়ও দিচ্ছিলেন। তবে সমস্যা ছিল অন্য জায়গায়। কিছুতেই মনের মতো ‘শট’ পাচ্ছিলেন না পরিচালক। কারণ তিনি চাইছিলেন, ম্যারাডোনা বেশ কিছু শট যেন অভিনীত না হয়। সেগুলো যেন হয় তার জীবনের কোলাজ। অনেকেই বলছেন, রাশিয়া বিশ্বকাপে এসে এতদিন পর আসিফ কাপাডিয়ার লক্ষ্যপূরণ হয়েছে। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে গ্যালারিতে দাঁড়িয়ে ম্যারাডোনার অদ্ভুত সব অঙ্গভঙ্গি তথ্যচিত্রের জন্য খোরাক জুগিয়েছে আসিফকে। নিজের অজান্তেই মারাডোনা বেশ কিছু নজরকাড়া ‘শট’ দিয়ে ফেলেছেন পরিচালককে। – ইয়াহু স্পোর্টস/বিডিপ্রতিদিন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া