adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন ব্রাভো

W W Wস্পাের্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার ডব্লিউআইসিবিকে বিশ্বের সবচেয়ে ‘অপেশাদার’ বোর্ড বলে আখ্যায়িত করেছেন। বোর্ড সভাপতি ডেভ ক্যামেরুনকে ‘অপরিপক্ক’, ‘ছোট মনের’ ও ‘অহংকারী’ ব্যক্তি বলেও মন্তব্য করেছেন তিনি। তার মতে, বোর্ড সভাপতি নিজের খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত যুদ্ধে জড়িয়ে পড়েছেন।

ত্রিনিদাদ এন্ড টোবাগো ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘সিএনসি-৩’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ব্রাভো।

ডব্লিউআইসিবির সঙ্গে ব্রাভোর বেশ কয়েক বার ঝামেলা বেঁধেছিল। বেতন-ভাতা নিয়ে ২০১৪ সালে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ বর্জন করেছিলেন সে সময়ের অধিনায়ক ব্রাভো। সেই থেকে ওয়ানডে দলে উপেক্ষিত এই অলরাউন্ডার। তার সঙ্গে বোর্ড চুক্তিও নবায়ন করেনি। এমনকি তাকে তার নিজ শহর ত্রিনিদাদ এন্ড টোবাগোর ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়া হয়েছে।

সদ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই ডব্লিউআইসিবির কড়া সমালোচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। ব্রাভো বলেছেন, দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পরও বোর্ড স্যামিকে শাস্তি দিলে তিনি মোটেই অবাক হবেন না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর স্যামি বলেছিলেন, ‘আমরা বোর্ডের কাছ থেকে এখনো কোনো কিছু শুনতে পাইনি। এটি সত্যিই হতাশাজনক। আজ আমি এই ১৫ জন ছেলে আর কোচিং স্টাফের সঙ্গে সময় উপভোগ করব। জানি না, আর কখনো এই ছেলেদের সঙ্গে আমি খেলতে পারব কি না। কারণ আমাদের অনেককেই ওয়ানডেতে নেওয়া হয় না।’

স্যামির ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পর ডব্লিউআইসিবি দুটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। প্রথমটি দলকে অভিনন্দন জানিয়ে। আর দ্বিতীয়টিতে বোর্ড সভাপতি বলেন যে, তিনি স্যামির মন্তব্যের তদন্ত করবেন।

এ ব্যাপারে টেলিভিশন চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাভো বলেন, ‘না, আমি (স্যামির মন্তব্যে) অবাক হইনি। আমাদের এমন আরো অনেক খেলোয়াড় ছিল। অনেকবার লোকজন খেলোয়াড়দের সমালোচনা করেছেন। তারা আমাদের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা প্রশ্ন তুলেছেন যে, আমরা সত্যিই ক্রিকেট বোর্ডের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ নাকি শুধু অর্থের প্রতি। অনেক মানুষই জানে না, আমরা খেলোয়াড় হিসেবে বোর্ডের সঙ্গে কীভাবে দিন পার করছি। আমার মতে, এটি (ডব্লিউআইসিবি) বিশ্বের সবচেয়ে অপেশাদার বোর্ড। স্যামি তার হৃদয় থেকে কথাগুলো বলেছে। স্যামির কথায় কোনো ভুল নেই। আমি তাকে শতভাগ সমর্থন করি।’

ডব্লিউআইসিবি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ ও সম্মান করতে ব্যর্থ বলে মনে করেন ব্রাভো, ‘আমরা যা-ই বলতে চেয়েছি বোর্ড সেটা শুনতে অস্বীকৃতি জানিয়েছে। এটা এক সময় এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমরা আর নিতে পারিনি এবং এটা এর ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করেছে। আমাদের বোর্ড মনেই করেনি যে আমরা বিশ্বকাপ জিতব। বোর্ড, সিইও, ডিরেক্টর অব ক্রিকেটের কাছ থেকে এখনো কোনো কিছু শুনতে পাইনি আমরা।’

ওয়েস্ট ইন্ডিজ মেয়ে ও ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বোর্ড সভাপতি টুইট করেছিলেন, ‘কখন একজন সমালোচক আপনার বিল পরিশোধ করে? সব সময় মনে রাখবেন যে, যখন আপনি তাদেরকে আপনার শক্তি দিতে শুরু করবেন’। বোর্ড সভাপতির এমন টুইটে মোটেই অবাক হননি ব্রাভো, ‘সভাপতির টুইটে আমি অবাক হইনি। সত্যি বলতে, তার কাছ থেকে এটাই প্রত্যাশিত। তিনি খুবই অপরিপক্ক একজন ব্যক্তি। তিনি খুবই ছোট মনের মানুষ।’

এ বছর আইসিসির তিনটি বৈশ্বিক শিরোপা জিতলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ঠিকপথে চলছে না বলেই জানালেন ব্রাভো, ‘আমাদের ক্রিকেট সর্বনিম্ন পর্যায়ে চলছে। হ্যাঁ, আমরা বিশ্বকাপ জিতেছি, মেয়েরা বিশ্বকাপ জিতেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতেছি আমরা। এর অর্থ এই না যে, আমাদের ক্রিকেট ভালো হাতে আছে। আমাদের অবশ্যই সাহায্য দরকার এবং বোর্ডের চলমান কিছু বিষয়ের জবাব দিতে হবে।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া