adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুটের সেঞ্চুরির সুবাদে সিরিজ জয় করল ইংল্যান্ড

দিনেশ রামদিনের প্রথম সেঞ্চুরি সত্ত্বেও বুধবার অনুষ্ঠিত তৃতীয় ও সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজয় এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক ক্যারিবীয়দের ২৫ রানে হারিয়ে ২-১ ম্যাচে সিরিজ জিতে নেয় সফরকারী ইংল্যান্ড।

জয়ের জন্য ৩০৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪৩ রানেই চার উইকেট পড়ে গেলে পরে মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজ উইকেটরক্ষক হিসেবে ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা রামদিন (১২৮) শেষ ব্যাটসম্যান হিসেবে আউট করার আগে দলের মোট সংগ্রহ দাঁড়ায় ২৭৮। টিম ব্রেসনানের শিকারে পরিণত হওয়ার আগে প্রথম তিন বলেই ১৪ রান সংগ্রহ করে শেষ পর্যন্ত ৪৮তম ওভারেই আউট হন রামদিন।

এর আগে ইনিংসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ মিডিয়াম ফাস্ট বোলার রবি রামপলের বলে ডান হাতের বুড়ো আঙ্গুলে আঘাত পেয়ে ব্যথা নিয়ে খেলেই ওয়ানডে ক্রিকেটে জো রুটের প্রথম সেঞ্চুরি এবং জস বাটলারের ৯৯ রানের সুবাদে ছয় উইকেট হারিয়ে ৩০৩ সংগ্রহ করে ইংল্যান্ড।

ইনিংসের ২৪তম ওভারে অভিজ্ঞ ইয়োইন মরগান সুনিল নারাইনের বলে সরাসরি বোল্ড আউট হলে ১১৬ রানে ইংলিশরা চার উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচ সেরা নির্বাচিত হওয়া রুট এবং বাটলার পঞ্চম উইকট জুটিতে ১৭৫ রান তোলেন।

নারাইনকেও বেধরক পিটিয়ে তাঁর নবম ওভারে ২৪ রান আদায় করে নেন দুই ব্যাটসম্যান।

ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড বলেন, ‘ইনিংসের শেষ ১০ ওভারে আমাদের ব্যাটসম্যানরা যা করেছে তা দেখাটা বেশ আনন্দের। প্রথম ম্যাচে আমরা যেভাবে মার খেয়েছি এ ম্যাচে তারই উত্তর দিয়েছি।’

‘সব মিলিয়ে এ মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্ব কাপের আগে এটা উদ্দীপনামূলক।’

পরপর দুই বলে দুটিসহ মোট তিন উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডোয়াইন ব্রাভো। তবে রুট-বাটলারের ইনিংসকে টেনে তোলার আগে টপ অর্ডারে ধস ঠেকানোর জন্য মঈন আলীর ৫৫ রানের ইনিংসটি খুবই প্রয়োজনীয় ছিল।

উইকেটরক্ষক/ব্যাটসম্যান বাটলার তাঁর শততম রান নিতে গিয়ে বোলার রামপলের হাতেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাভো বলেন, ‘ইংল্যান্ড ভালো ব্যাটিং করেছে এবং আজকের উইকেটটি অনেক বেশি ভালো ছিল। তবে আমরা বোলারদের দায়ী করতে পারি না। এ পরাজয়ের জন্য আমাদের ব্যাটসম্যানদেরই দায় নিতে হবে।’

প্রথম দুই ম্যাচের মতো আবারও ক্যারিবীয় টপ অর্ডার জ্বলে উঠতে ব্যর্থ হয়েছে। এমনকি অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে অন্তর্ভুক্তি সত্ত্বেও দলের তেমন কোনো পরিবর্তন হয়নি।



স্কোরকার্ড :

ইংল্যান্ড : এম লাম্ব ক নারাইন ব ডোয়াইন ব্রাভো ২০, এম আলি ক এন্ড ব মিলার ৫৫, স্টোকস ক রামপল ব ডোয়াইন ব্রাভো ০

জে রুট ক ডারেন ব্র্যাভো বি ডোয়াইন ব্রাভো ১০৭, ই মরগান ব নারাইন ১, জে বাটলার ক অ্যান্ড ব রামপল ৯৯

আর বোপারা অপরাজিত ৫, টি ব্রেসনান অপরাজিত ১। অতিরিক্ত (লে.বা-৫, ও-৮, নো.ব-২) ১৫ মোট (উইকেট-৬, ওভার-৫০) ৩০৩

উইকেট পতন : ১-৩৭, ২-৩৭, ৩-১১৫, ৪-১১৬, ৫-২৯১, ৬-৩০০

বোলিং : ডোয়াইন ব্রাভো ১০-০-৬০-৩ (ও-১), রামপল ৮-০-৫৫-১ (ও-৪), সামি ৫-০-৩৫-০, স্মিথ ১-০-৬-০, নারাইন ১০-১-৫২-১ (ও-১), মিলার ১০-০-৪৮-১ (ও-১), স্যামুয়েলস ৫-০-২৯-০, সিমনস ১-০-১৩-০

ওয়েস্ট ইন্ডিজ :

কে পাওয়েল ব রুট ১

ডি স্মিথ ক আলি ব ব্রড ৯

ডারেন ব্রাভো ক বোপারা ব আলি ১৬

এল সিমনস ব ব্রড ১৬

এম স্যামুয়েলস ক বাটলার ব পেরি ২৩

ডি. রামদিন ব ব্রেসনান ১২৮

ডোয়াইন ব্রাভো ক বাটলার ব বোপারা ২৭

ডি সামি ক স্টোকস ব ব্রেসনান ২৪

এন মিলার ক সাব (জর্ডান) ব ব্রেসনান ১০

এস নারাইন রান আউট ১০

আর রামপল অপরাজিত ০

অতিরিক্ত : (বা-৩, লেবা-৬, ও-৫) ১৪

মোট (অল আউট, ৪৭.৪ ওভার) ২৭৮

উইকেট পতন : ১-১০, ২-১০, ৩-৪২, ৪-৪৩, ৫-৮০, ৬-১৩১, ৭-২০২, ৮-২৪৬, ৯-২৬৩, ১০-২৭৮

বোলিং : রুট ৩-০-২৪-১, ব্রড ৯-০-৫৮-২ (ও-২), আলি ১-০-৫-১, পেরি ৯-১-৬০১ (ও-১), ব্রেসনান ৪.৪-০-৪৫-৩, ট্রেডওয়েল ১০-১-৩৮-০, স্টোকস ৪-০-২১-০ (ও-১), বোপারা ৩-০-১৮-১ (ও-১)

ফল : ইংল্যান্ড ২৫ রানে বিজয়ী

সিরিজ : ইংল্যান্ড ২-১ ম্যাচে বিজয়ী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া