adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সালাহ উদ্দিনকে গ্রেফতারে ভারতের কাছে ইন্টারপোলের রেড নোটিশ

news_img (5)ডেস্ক রিপোর্ট : ইন্টারপোলের ঢাকা শাখা বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে ভারতের কাছে রেড নোটিশ পাঠিয়েছে। মেঘালয় পুলিশের ডিজি (ডিরেক্টর জেনারেল) রাজীব মেহতা এ কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান ‘সালাহ উদ্দিনকে গ্রেফতারের জন্য মঙ্গলবার ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে আমরা একটি রেড নোটিশ পেয়েছি। আমরা সেই আবেদন দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে জানিয়ে দিয়েছি।’

কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ রাজীব মেহতার এ উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে।

তিনি আরও জানান, ‘সালাহ উদ্দিন হাসপাতালে চিকিতসাধীন থাকায় আমরা এখন পর্যন্ত তাকে ভাল করে জিজ্ঞাসাবাদ করতে পারিনি। হাসপাতাল থেকে ছাড়া না হওয়া পর্যন্ত এ ব্যাপারে নতুন করে কিছু বলা যাবে না।’

চলতি বছরের মার্চে নিখোঁজ হওয়ার পর গত সোমবার শিলংয়ের গল্ফ লিঙ্ক এলাকা থেকে সালাহ উদ্দিনকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে শিলং সিটি পুলিশ। ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রথমে তাকে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এ্যান্ড নিউরোসায়েন্স (মিমহান্স)-এ ভর্তি করা হয়। পরে সেখান থেকে পাঠানো হয় শিলং সিভিল হাসপাতালে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া