adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৮ দল খেলবে কাতার বিশ্বকাপে!

স্পোর্টস ডেস্ক : শুধু রাশিয়া বিশ্বকাপ নয়, বিশ্বজুড়ে আলোচনায় আছে ২০২২ সালের কাতার বিশ্বকাপও। ওই সময়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের ২২তম আসর আয়োজন করতে যাচ্ছে দেশটি। আর কাতার বিশ্বকাপে ৪৮টি দল খেলতে পারে বলে জল্পনা চলছে।
তবে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন, এখনই এই নিয়ে কথা বলার সময় আসেনি। তবে এই সম্ভাবনাকে একেবারেই বাতিলও করে দেননি ইনফান্তিনো।

এদিকে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। তার আগে ১৩ জুন বুধবার ফিফা কংগ্রেসের আয়োজন করা হয়েছে মস্কোয়। সেখানে কাতার বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা আপাতত হবে না বলেই জানিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো।

তিনি বলেছেন, বিশ্বকাপরে আয়োজন নিয়ে কাতারের সঙ্গে আলোচনা করা হবে। তারপর তা ফিফায় আলোচিত হবে। আপাতত ৩২টি দেশ নিয়েই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। সেদিকেই সব ফোকাস থাকবে।

২০১৯ সালের শুরু থেকে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে। সেই সময়ই ফিফা বিস্তারিত আলোচনা করবে বলে তিনি জানিয়েছেন।

২০২৬ বিশ্বকাপ থেকে ৩২ দলের জায়গায় ৪৮ দলের খেলা হবে বলে ফিফায় স্থির হয়েছে। নতুন ফরম্যাটে দলগুলো ১৬টি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপ খেলবে। প্রতি গ্রুপে থাকবে ৩টি করে দল। গ্রুপ পর্বে থাকবে পেনাল্টি শুটআউট।

টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৮০টি। গ্রুপ পর্বে প্রতিটি দল ২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপের সেরা দু’দল উঠবে নকআউট পর্বে। ৩২টি দলকে নিয়ে হবে প্রথম নকআউট পর্ব। বর্তমানে ৩২ দলের ফরম্যাটে মোট ম্যাচ হয় ৬৪টি। ১৯৯৮ সাল থেকে ৩২টি দল বিশ্বকাপ খেলে আসছে।

তবে ১০ সদস্য দেশের সমন্বয়ে গঠিত দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল) গত এপ্রিলে প্রস্তাব দেয়, ২০২২ সালের বিশ্বকাপ থেকেই ৪৮ দলের টুর্নামেন্ট হোক। তারপরই জল্পনা তৈরি হয়েছে। যদিও ফিফা এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি। -গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া