adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরে সাকিব আইপিএল নিয়ে যা বললেন

স্পাের্টস ডেস্ক : নতুন দলে গিয়ে অভিজ্ঞতা মন্দ হয়নি সাকিবের। হায়দরাবাদের হয়ে বল হাতে ছিলেন উজ্জ্বল। ব্যাটিংয়ে নিজের জাত চেনাতে না পারলেও কয়েকটি ইনিংস ছিল কার্যকরী। প্রথমবারের মতো আইপিএলের এক আসরে খেলেছেন দলের সবকটি ম্যাচ। রানার্সআপে হয়েছে দলের সমাপ্তি। দেশে ফিরে সাকিব জানালেন সন্তুষ্টির কথাই। আক্ষেপ কেবল ব্যাটিংয়ে ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারায়।

সোমবার দুপুরে ঢাকায় ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে সদ্যগত আইপিএল-অভিজ্ঞতা ও আফগানিস্তানের সঙ্গে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ নিয়ে ভাবনার কথা বলেছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক।

আইপিএল কেমন কাটল?
ভালো, হয়ত আরেকটু ভালো হতে পারত। তবে ওভারঅল সন্তুষ্ট যে, রেজাল্ট হয়েছে টিমের। এছাড়া ব্যক্তিগত দিক থেকেও সন্তুষ্ট। তবে একটা অতৃপ্তি আছে, সেটা প্রতি ম্যাচেই ভালো শুরুর পরও রানটা বড় করতে পারিনি।

এই প্রথম দলের সবগুলো ম্যাচ খেললেন। অভিজ্ঞতা আফগানিস্তান সিরিজে কতটুকু কাজে লাগবে?
একই কন্ডিশন। একই জায়গায় খেলা হবে। অবশ্যই কাজে আসবে। যদিও দেরাদুনে আমাদের কোনো ম্যাচ হয়নি। তারপরও আমার মনে হয় একই হবে। ভারতে সাধারণত যে ধরণের উইকেট থাকে ওই ধরণেরই হবে। এই অভিজ্ঞতাটা অবশ্যই কাজে আসবে।

রশিদ খানকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এই ব্যাপারটিতে কী মনে করেন?
কারা আলোচনা করে? প্রশ্ন আপনারা করলে খেলোয়াড়রা উত্তর দিচ্ছে? নাকি খেলোয়াড়রা আলোচনা করছে? যা হোক, ঠিক আছে। সবাই তো ভালো বোলার। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে সবাই ভালো বোলার। কেউ ভালো বল করবে কেউ খারাপ বল করবে। ভালো ব্যাটসম্যানরা সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করবে সেটাই নিয়ম।

দেরাদুনে বাংলাদেশ নিশ্চয়ই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইবে…
সবসময় সবজায়গাতে অ্যাটাক করাটা যে ঠিক হবে, এটাও ঠিক না। অবশ্যই আমরা আলোচনা করবো। কোন জায়গায় কোনভাবে খেললে আমাদের সফল হওয়ার সম্ভাবনা থাকবে সেইভাবে চেষ্টা করবো।

সিরিজে ফেভারিট কারা?
আসলে টি-টুয়েন্টিতে ফেভারিট বা আনফেভারিট এ ধরনের কোনো তকমা থাকে না। যেকোনো দল যেকোনো সময় যে কাউকে হারাতে পারে। যেহেতু আফগানিস্তান আমাদের চাইতে দুই ধাপ এগিয়ে, আমি বলবো ওরাই ফেভারিট।

রশিদ খানকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনার প্রয়োজন আছে কী না? যেহেতু আলোচনাটা বেশি হচ্ছে।
প্রশ্ন আপনারা করলে আলোচনা হবেই। আমি উত্তর দিলাম না, আলোচনাও হল না (হাসি)। – চ্যানেলআই

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া