adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পৈতৃকবাড়ি কোচবিহারে যাবার পথে এরশাদ – দেশে নিরাপত্তার অভাব

earshad-thereport24ডেস্ক রিপোর্ট :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে নিরাপত্তার বড় অভাব। তাই দেশবাসী নিরাপত্তা চায়। স্বাধীনভাবে বাস করতে চায়।’
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটায় পৈতৃকবাড়িতে তিনদিনের ব্যক্তিগত সফরে যাওয়ার প্রাক্কালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্টে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ নিয়েছে। আমি চাই দেশে সুষ্ঠু নির্বাচন হোক। দেশের মানুষ বলুক নির্বাচন সুষ্ঠু হয়েছে। এতে সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
এইচএম এরশাদ আরো বলেন, জাতীয় পার্টিকে এক সময় শেষ করার চেষ্টা হয়েছিলো। সে সময় আমার পূত্র সন্তান বিদেশে ছিলো, পার্টির সবাই জেলে ছিলো। আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে গেছে দেশের বাইরে ছিলো বলে।
তিনি আরো বলেন, নবম শ্রেণি পাসের পর ভারত থেকে বাংলাদেশে চলে আসি। সেখানে আমার দাদা-দাদিসহ অনেক স্মৃতি রয়েছে। আমার চাচাতো ভাই মোছাব্বের হোসেন, তোজাম্মেল হোসেন ও আহসান হাবীবদের সাথে দেখা-সাক্ষাত করবো। মায়ার টানেই সেখানে যাচ্ছি।
এ সময় এইচএম এরশাদের ছেলে এরিক এরশাদ, ছোট ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, ব্যক্তিগত সহকারী আব্দুল ওহাব ও গাড়ি চালক আব্দুল মান্নান সঙ্গে ছিলেন।
এইচএম এরশাদসহ সফরসঙ্গীদের বহনকারী ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৫৬৬) করেই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে ভারতে প্রবেশ করলে কোচবিহার জেলার মেখলিগঞ্জ সাবডিবিশনাল কর্মকর্তা রঞ্জন কুমার ঝাঁ, কোচবিহার পুলিশ সুপার রাজেশ কুমার, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক নেতা দীপ্তিমান সেনগুপ্তসহ বিএসএফ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, জাতীয় পার্টির রংপুর মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুসেইন মকবুল শাহরিয়ার, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোখলেছুর রহমান টুকু, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইউপি চেয়ারম্যান এমজি মোস্তফা, পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এটিএম নুরুজ্জামান, পাটগ্রাম পৌরসভার মেয়রপ্রার্থী আব্দুল হামিদ বেঞ্জুসহ নেতৃবৃন্দ।
চাচাতো ভাইয়ের মেয়ের বিয়েতে অংশ নিতেই তাঁর এই সফর বলে জানা গেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া