adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি- শতাধিক জেলে অপহরণ

apoharanডেস্ক রিপোর্ট : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফের মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।
 বৃহস্পতিবার বিকালে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ছয় ট্রলারসহ অর্ধশতাধিক জেলেকে মুক্তিপণের দাবিতে রাজু বাহিনী অপহরণ  করেছে বলে নিশ্চিত করেছেন মহিপুর মতস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সিজার উদ্দীন মাসুম ব্যাপারী। এনিয়ে গত একমাসে ডাকাতের হামলায় এক জেলে নিহত,আটজন গুলিবিদ্ধ ও পাঁচ শতাধিক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে। একাধিক মৎস্য ব্যবসায়ী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজু বাহিনী দুটি ট্রলারে করে সোনার চর থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে প্রথমে ডাকাতি শুরু করে। এ সময় তারা চট্টগ্রামের দুটি ট্রলারের মাছ ও জাল লুট করে মাঝি ও জেলেদের তাদের ট্রলারে তুলে নেয়। এরপর তারা পশ্চিম দিকে ট্রলার চালিয়ে মহিপুর মালিক সমিতির হাজী আক্তার গাজীর এফবি তুহিন ও সুশিল মাঝির এফবি সুশিল ট্রলারে হামলা চালায়। এদুটি ট্রলার থেকে জালমাছসহ কয়েক লাখ টাকার মালামাল রুট করে তারা।
 মহিপুরের মৎস্য ব্যবসায়ী বাচ্চু গাজী,সজল দাস,আবুল হোসেন,নজরুল ইসলাম জানান, রাজুবাহিনী পূর্র্ব থেকে ডাকাতি করতে করতে কুয়াকাটার পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফিরে আসা জেলেরা জানান এ পর্যন্ত ছয়ট্রলার সহ অর্ধশতাধীক জেলেকে অপহরন করে নিয়ে গেছে রাজু বাহিনী।
 মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সিজার উদ্দীন মাসুম ব্যাপারী জানান,পুরো মৌসুমে মাছ না থাকার পর সম্প্রতি সাগরে কিছু মাছ ধরা পড়ায় জেলেরা বেশিরভাগ ইলিশ শিকারে গিয়েছে। এ নিয়ে অন্তত পাঁচবার রাজু বাহিনী বেপরোয়া ভাবে পাঁচ শতাধিক জেলেকে অপহরণ করেছে। গত কয়েকদিন আগে তাদের গুলিতে এক জেলে নিহত ও আট জেলে গুলিবিদ্ধ হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয় না বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল হক জানান,পুলিশ ডাকাতির বিষয়টি  অবহিত হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া