adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে খুশি হতে পারেনি বিএনপি : হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির দৈন্যদশা এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের অর্জনকে তারা অস্বীকার করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য সারাদেশ তথা বাঙালি জাতি যেখানে খুশি, সেখানে একটি পক্ষের মন খারাপ। তারা খুশি হতে পারেনি দেশের এই অর্জনে।

রোববার (১৩ মে) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটের ২য় তলা ভবনে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ও জননেত্রী শেখ হাসিনার মহাকাশ বিজয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে গোটা বাঙালি জাতি যেখানে গর্বিত এবং বাংলাদেশকে যারা পছন্দ করে, বিশ্বের যে সমস্ত দেশে বাঙালি আছে তারা খুশি হলেও একটি পক্ষ এ অর্জনকে মেনে নিতে পারছে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, উনি বলেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হলেও তা ঘুরবে না। এই যদি হয় তাদের মানসিকতা তাহলে তাদের দেশ প্রেম নিয়েও প্রশ্ন থাকে। জননেত্রী শেখ হাসিনা সমুদ্র জয় করেছেন, এবার মহাকাশ জয় করেছেন। একজন সাজা প্রাপ্ত আসামির স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞের ভান করে মিথ্যাচার করছে তারা। এতো দিন জানতাম মির্জা ফখরুল, ব্যারিস্টার মওদুদ ও রিজভী রাজনীতিবিদ। তারা যে কবে বিশেষজ্ঞ ডাক্তার হলো সেটা জানি না। একজন বলে, খালেদা জিয়া পঙ্গু হলে যেতে পারে। আরেকজন বলে সে অন্ধ হয়ে যেতে পারেন। তাহলে তার নিজস্ব চিকিৎসকের কাজ কী?

তিনি বলেন, জেল কোড অনুযায়ী তিনি সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। খুলনা সিটি নির্বাচন বিএনপির পরাজয় হবে ভেবেই তারা বিভিন্ন রকম প্রশ্ন তুলছে। খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের জয় হবেই।

লায়ন চিত্ররঞ্জন দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট বল রাম পোদ্দার, এম এ করিম, সিফাত আলম, ফজলুল হক শাদাৎ হোসেন তয়েন প্রমূখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া