adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণের যে সিনেমাগুলো সাড়া ফেলতে পারে

southবিনােদন ডেস্ক : কয়েকদিন আগেই ইংরেজি নববর্ষকে বরণ করে নিয়েছে বিশ্ব। নতুন বছরে প্রায় সববিষয়েই মানুষের নতুন প্রত্যাশা থাকে। সিনেমাপ্রেমীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। নতুন বছরে কোন সিনেমা মুক্তি পাবে, কোনগুলো আলোচনায় থাকতে পারে সেগুলো নিয়ে তাদের আলোচনার কমতি নেই।

পার্শ্ববর্তী দেশ হওয়ায় ভারতীয় সিনেমার প্রতি আমাদের দেশের সিনেমাপ্রেমীদের একটা আগ্রহ রয়েছে। বলিউডের সিনেমাগুলো নিয়ে দর্শকদের যেমন আগ্রহ থাকে তেমনি ভারতের দক্ষিণের যেমন, তামিল, তেলেগু কিংবা কান্নড় সিনেমাগুলো নিয়েও তাদের আগ্রহের কমতি নেই।

বিভিন্ন সমীক্ষা বিচারে চলতি বছরে মুক্তির পর দক্ষিণের যে সিনেমাগুলো বক্স অফিসে বাজিমাত করতে পারে সেগুলো নিয়ে সাজানো হলো এই প্রতিবেদন।

কয়েদি নং ১৫০ : চলতি বছরের ১১ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশনধর্মী তেলেগু সিনেমা কয়েদি নং-১৫০। ২০১৬ সালে বেশ আলোচনায় ছিল সিনেমাটি। এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তেলেগু সিনেমার কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। সিনেমাটিতে চিরঞ্জীবীর বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালকে। সিনেমাটি পরিচালনা করেছেন ভি ভি বিনায়েক।

গৌতমিপুত্রা সাতাকারনি : ২০০ খ্রিস্টাব্দে ভারতের সাতাবাহানার শাসক গৌতমিপুত্রা সাতাকারনির জীবনের উপর ভিত্তি করে নির্মিত তেলেগু এপিক হিস্ট্রিকাল অ্যাকশনধর্মী সিনেমা গৌতমিপুত্রা সাতাকারনি মুক্তি পাবে চলতি বছরের ১২ জানুয়ারি। সিনেমাটিতে গৌতমিপুত্রার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। এছাড়া কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন শ্রিয়া সরণ এবং হেমা মালিনী। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিশ।

এস-থ্রি: তামিল সিংহাম সিনেমার তৃতীয় কিস্তি এস-থ্রি মুক্তি পাবে চলতি বছরের ২৬ জানুয়ারি। অ্যাকশনধর্মী এই সিনেমাটির নির্মাণ করেছেন বিখ্যাত তামিল পরিচালক হরি। সিনেমাটিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সুরিয়া, অভিনেত্রী শ্রুতি হাসান এবং অনুশকা শেঠি। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত বছরের জানুয়ারির ৭ তারিখ। ২০১৬ জুড়ে সিনেমাটিকে ঘিরে দর্শকের অনেক কল্পনা-জল্পনা ছিল।

সিলা সামায়নগালিল: সিনেমাটির নামের বাংলা অর্থ করলে দাঁড়ায় কোনো এক মুহূর্তে। ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় নির্মিত সিলা সামায়নগালিল সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবে ঠিক তারিখটি এখনো প্রকাশ করেননি পরিচালক। বিশ্বের অনেক দেশের বিভিন্ন ধরনের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং পুরস্কার পাওয়ার পর এটি মুক্তি পেতে যাচ্ছে। এই তামিল সিনেমাটিতে অভিনয় করেছেন প্রকাশ রাজ, সিরিয়া রেড্ডি, অশোক সিলভানসহ আরো অনেকে।

আধে কাঙ্গাল : তামিল সিনেমা আধে কাঙ্গাল মুক্তি পাবে চলতি বছরের ২ ফেব্রুয়ারি। রোমান্টিক-থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে অভিনয় করেছেন কলাইয়ারশন, জননি লেইয়ার, শিভাদা সহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন রহিন ভেঙ্কাটেশান। সিনেমাটির নাম অর্থাৎ আধে কাঙ্গাল শব্দটির বাংলা করলে দাঁড়ায় ‘একই চোখ’।

সুবাশ নাইড়ু : ২০১৭ সালের মার্চে একসাথে তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে অ্যাডভেঞ্চার-কমেডি সিনেমা সুবাশ নাইড়ু। হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে সুবাশ কুন্ডু নামে। এই সিনেমাটি পরিচালনা করেছেন কমল হাসান। এতে অভিনয় করেছেন কমল হাসান, শ্রুতি হাসান, রম্য কৃষাণ, ব্রাহ্মানান্দামসহ আরো অনেকে।

বাহুবলি-দ্য কনক্লুশন : চলতি বছরের ২৪ এপ্রিল মুক্তি পাবে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত হিস্ট্রিক্যাল-এপিক বাহুবলি সিনেমার সিক্যুয়েল বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি টু। সিনেমাটি একসাথে তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এতে অভিনয় করেছেন প্রভাস, অনুশকা শেঠি, রানা দাগুবতি, তামান্নাসহ আরো অনেকে। সিনেমাটির মোট বাজেট ধরা হয়েছে ২০০ কোটি রুপি।

সম্ভাবামি : জনপ্রিয় নির্মাতা এ. আর মুরুগাদোস পরিচালিত তামিল, তেলেগু সিনেমা সম্ভাবামি। সিনেমার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু এবং রাকুল প্রীত সিং। ২০১৫ সালে এর প্রোডাকশনের কাজ শুরু হলেও সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২৩ জুন।

রোবট-টু : মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে জনপ্রিয় সিনেমা রোবট’র সিক্যুয়ের ২.০ বা রোবট-টু। সিনেমাটির মূল চরিত্রে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত থাকায় এটি নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই। তবে শুধু রজনীকান্ত নয় এতে অভিনয় করছেন অক্ষয় কুমার, অ্যামি জ্যাকশনসহ আরো অনেকে। ২০১৭ সালের ১৮ অক্টোবর একসাথে তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন তামিল পরিচালক এস শংকর। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি।

ভেলাইল্লা পত্রধারী-টু : ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভেলাইল্লা পত্রধারী সিনেমার সিক্যুয়েল ভেলাইল্লা পত্রধারী-টু। এ সিনেমাটির নামের অর্থ ‘বেকার গ্র্যাজুয়েট-টু’। সংক্ষেপে ভিআইপি-টু নামেই অধিক পরিচিত সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে ১৯ বছর পর আবারো তামিল সিনেমায় অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। সৌন্দর্য রজনীকান্ত পারিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন ধানুশ। চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া