adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা পর্দার হিরো, আফজাল সত্যিকারের হিরো : জয়া

বিনােদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, ‘সৃষ্টির সেরা জীব হিসেবে পশু-পাখির প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শহরের আহত কুকুর-বিড়ালের সেবার মধ্য দিয়ে আফজাল সেই দায়িত্ব পালন করছেন। আমরা পর্দার হিরো, আফজাল সত্যিকারের হিরো। আমি আমার অবস্থান থেকে তাঁর সঙ্গে থাকার চেষ্টা করবো। মানবিকতার খাতিরে আমাদের সবার উচিৎ তাঁকে সহযোগিতা করা।’

মঙ্গ‌লবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি সভাকক্ষে ‘বেওয়ারিশ আহত কুকুর-বিড়ালের অধিকার, চিকিৎসা ও আশ্রয়’ প্রসঙ্গে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীতে বসবাসকারী বেওয়ারিশ কুকুর-বিড়ালের সঙ্গে প্রায়ই মানুষ নৃশংস আচরণ করে। প্রাণীদের প্রতি সদয় হওয়ার পাশাপাশি তাদের জন্য সেবামূলক কাজ করার উদ্যোগ নিয়েছে ‘রবিনহুড দ্য এনিম্যাল রেসকিউয়ার’।

রবিনহুড দ্য এনিম্যাল রেসকিউয়ার-এর উদ্যোক্তা আফজাল খান বলেন, ‘আমরা প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বেচ্ছাসেবী দল করে দিতে চাই। যে দল বেওয়ারিশ কুকুর-বিড়ালের খাবার সংগ্রহ, তাদের উদ্ধার ও চিকিৎসা সহায়তা দেবে। এ জন্য বিশ্ববিদ্যালগুলোতে গিয়ে তরুণদের সম্পৃক্ত করবো। সরকারের সহায়তা পেলে এই প্রাণীদের জন্য একটি আশ্রম ও চিকিৎসাকেন্দ্র করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

আফজাল আরও বলেন, ‘আশ্রম না থাকায় নিজের বাড়িতে পাঁচচল্লিশটি কুকুর-বিড়ালকে আশ্রয় দিয়েছেন তিনি। তাদের খাবার ও চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে তাকে। এ জন্য পৃষ্ঠপোষকদের সহায়তা প্রত্যাশা করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন বলেন, ‘আমি ব্যক্তি উদ্যোগে একটি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তুলেছি। ‘রবিনহুড দ্য এনিম্যাল রেসকিউয়ারের কাজের সহায়তায় সেই দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ও অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য উন্মুক্ত করার ঘোষণা করলাম।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া