adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্মিথ-ওয়ার্নারদের শাস্তির বিরুদ্ধে ক্রিকেটার্স ইউনিয়ন

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য এক কলঙ্কের নাম হয়ে থাকবে কেপটাউন টেস্ট। ঐ টেস্টে বল টেম্পারিংয়ের অপরাধে জাতীয় দলের ৩ ক্রিকেটারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের জন্য এবং ক্যামেরন ব্যানক্রফটের ৯ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে তাদের এই শাস্তিকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠন ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ (এসিএ)। একই সাথে এ তিন ক্রিকেটারের শাস্তি কমানোর কথাও বলেছে তারা।

বল টেম্পারিংয়ের অভিযোগ আসার দ্রুততম সময়ের মধ্যেই ৩ ক্রিকেটারের শাস্তি ঘোষণা করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। আর দ্রুত শাস্তি ঘোষণার বিষয়টি মানতে পারেনি ক্রিকেটারদের সংগঠন এসিএ। সংগঠনটির প্রেসিডেন্ট গ্রেগ ডেয়ারের ভাষায়, ‘তাড়াহুড়া করে শাস্তি দিলে তা ত্রুটিপূর্ণ থেকে যায়। তাদের এ ধরণের শাস্তি খুবই অসামঞ্জস্যপূর্ণ।’

ডেয়ারের দাবি এমন অনেক দৃষ্টান্ত আছে, যেখানে এধরণের অপরাধের জন্য ২টি ওয়ানডেতে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে শাস্তির মাত্রা কমিয়ে তাদের ঘরোয়া ক্রিকেটে দ্রুত ফিরে আসার সুযোগ করে দিতেও তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, ‘আমরা মনে করি, পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের (৩ ক্রিকেটারের) দ্রুতই ঘরোয়া ক্রিকেটে ফেরানো জরুরী।’

কেপটাউন টেস্টে বল ট্যাম্পারিংয়ের ঘটনায় আইসিসির শাস্তির মুখেও পড়েছেন স্মিথ ও ব্যানক্রফট। স্মিথকে ১ টেস্ট নিষিদ্ধসহ তার ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে। অন্যদিকে ব্যানক্রফটের ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। গত সপ্তাহে দেশে ফিরে পৃথক সংবাদ সম্মেলনে তিন ক্রিকেটারই নিজেদের দোষ স্বীকার করেছেন। তারা সকলের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। সূত্র : এএফপি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া