adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘গোলাম আযমের মৃত্যুতে ফখরুলদের বুকে চাপা কান্না’

kamrul fakrul গোলাম আযমের মৃত্যুতে ফখরুলদের বুকে চাপা কান্না গোলাম আযমের মৃত্যুতে ফখরুলদের বুকে চাপা কান্না Untitled 119নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধ মামলায় ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মৃত্যুর দিকে ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি নেতারা এখন একটা ষন্ত্রণা নিয়ে আছে। কিন্তু সেই ষন্ত্রণা তারা চেপে রাখতে পারছে না। পাকিস্তানেও গোলাম আযমের গায়েবানা জানাজা হয়েছে কিন্তু তারা কিছুই করতে পারছে না। তারা গ্যাড়াকলে পড়েছে। তাদের বুকে চাপা কান্না। এই কারণে গতকাল মির্জা ফখরুল অসংলগ্ন কথা বলেছেন। হয়তো আগামীতে খালেদা জিয়া তার জনসভায় অসংলগ্ন কথা বলবেন।’
শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জš§দিন উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির আন্দোলন সম্পর্কে কামরুল ইসলাম বলেন, ‘আপনাদের আন্দোলনের ভাঙা ক্যাসেট আমরা গত চার বছর ধরে শুনছি। আন্দোলনের ভাঙা ক্যাসেট শুনতে শুনতে আমাদের গত সরকারেরও মেয়াদ শেষ হয়েছে। আর এই সরকারের মেয়াদও শেষ হবে।
তিনি বলেন, ‘আপনারা আন্দোলনের কথা বলেন। আন্দোলনের কথা বলে কেউ আসেন না। শুধু একজন (রুহুল কবীর রিজভীকে উদ্দেশ করে) কাঁথা-বালিশ নিয়ে সংবাদ সম্মেলন করার জন্য বিএনপি অফিসে শুয়ে থাকেন। এছাড়া ওই অফিসে একটা মশা মাছিও থাকে না।’
বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনারা বলছেন, জনগণ আপনাদের সাথে আছে। জনগণের সমর্থন মাপার ব্যারেমিটার কি আপনাদের হাতে আছে নাকি?’
আগামী ২৬ তারিখে ইসলামী দলগুলোর ডাকা হরতাল প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ‘আদালতে হাজিরা না দিতে খালেদা জিয়া ইসলামী দলগুলো দিয়ে এ হরতাল ডেকেছে। আদালতের হাজিরা না দেয়ার জন্য এটা তার পুরাতন কৌশল।’
মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তি এক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সবাইকে অতন্ত্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। শেখ হাসিনা বাঁচলে আমরা বাঁচবো। ওদের টার্গেট শেখ হাসিনা। মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তি এক হয়েছে। বিএনপি জামায়াতও আলাদা নয়। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, নাট্যকার ও কবি রবীন্দ্র গুহ, অভিনেত্রী অরুনা বিশ্বাস প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া