adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সওজ কর্মচারী গ্রেফতার

1475485522ডেস্ক রিপাের্ট : ঠিকাদারদের জামানতের তিনটি চেক জাল-জালিয়াতি করে পাঁচ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় আবদুল আউয়াল নামে সড়ক ও জনপথ (সওজ) এর এক কর্মচারীকে গ্রেফতার করেছে কুমিল্লা দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩ অক্টােবর সোমবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আবদুল আউয়াল কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের হাজী সুলতান আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক-কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
 
জানা যায়, সওজ-ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কম্পিউটার অপারেটর আবদুল আউয়াল সওজ’র ঠিকাদারদের জামানতের তিনটি চেক জাল-জালিয়াতির মাধ্যমে ৯ হাজার ৪০০ টাকার চেকের স্থলে ২ কোটি ১১ হাজার ৪৬০ টাকার স্থলে ৩ কোটি ও ৫ হাজার ৯৩০ টাকার স্থলে ৫০ লাখ অর্থাৎ ২৬ হাজার ৭৯০ টাকার চেকের স্থলে ৫ কোটি ৫০ লাখ টাকার চেক লিখে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
 
বিষয়টি নজরে আসার পর সওজ-ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওই কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য দায়িত্ব পান দুদক-কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
 
তিনি বলেন, চেক জাল-জালিয়াতির মাধ্যমে সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সওজ কর্মচারী আবদুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া