adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে স্বাধীনতার চেতনা হারিয়ে গেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : যে চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে তা এখন হারিয়ে গেছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন বিএনপি নেতা।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের পর প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরদিন দেশের বিভিন্ন এলাকায় বিলি করা হয় ঘোষণাপত্র। প্রচার করা হয় কালুরঘাট বেতারকেন্দ্র থেকেও।

২৭ মার্চ চট্টগ্রামের একই বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে এই ঘোষণাপত্র পাঠ করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও। এ কারণে বিএনপি তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে।

আওয়ামী লীগের কারণে দেশে স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র হারিয়ে গেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু আজ দেশে গণতন্ত্র অবরুদ্ধ। গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করতে হচ্ছে।’

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না হওয়াটাই গণতন্ত্রহীনতার প্রমাণ বলে মনে করেন ফখরুল। বলেন, ‘যদি দেশে গণতন্ত্র থাকত, তাহলে আমাদের নেত্রীকে জামিন পাওয়ার পরও জেলে থাকতে হতো না। দেশে আইনের শাসন নেই বলেই আজ এ অবস্থা।’

‘আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে। সেই গণতন্ত্র পুণরায় ফিরিয়ে আনতে আমরা আজ শপথ গ্রহণ করছি।’

ফখরুল বলেন, ‘আজকের এই স্বাধীনতা দিবসে দেশের গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী, গণতন্ত্রের মাতা তিনি আজ কারারুদ্ধ হয়েছেন মিথ্যা মামলার কারণে। আমাদের নেত্রী স্বাধীনতা দিবস উদযাপন করছে কারাবরণের মধ্য দিয়ে।’

‘আজকের এই দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী সকল নেতাকর্মীকে মুক্ত করার জন্য শপথ গ্রহণ করেছি। আমরা সেই লক্ষ্যে সংগ্রাম করছি, আমরা অবশ্যই এই সংগ্রামে বিজয়ী হব।’

খালেদা জিয়াসহ কারাবন্দী বিএনপি নেতাকর্মীকে মুক্ত করার জন্য সংগ্রামে বিএনপি বিজয়ী হবে বলেও প্রত্যাশা করন বিএনপি নেতা।

খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বলেও দাবি করেন ফখরুল। বলেন, ‘এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের নীলনকশার মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। সেই ষড়যন্ত্রে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্বাচন এবং দেশের রাজনীতি থেকে বাহিরে রাখার জন্য সৈরতন্ত্র করছে।’

‘তবে সেটা করতে দেবে না বিএনপি। আমরা তাদেরকে মুক্ত করব আন্দোলনের মধ্য দিয়ে।’

বিএনপির স্থায়ী কমি‌টির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া