adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বার্সেলোনা সভাপতি কিছুটা ইডিয়ট, ক্লাব হলো মাফিয়া : ভ্যান ডার

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় আসেন নেদারল্যান্ডের তারকা ফ্রেঙ্কি ডি ইয়ং। পরের বছরই এই মিডফিল্ডারের সাথে দুই বছরের চুক্তি বাড়িয়ে নেয় বার্সা। ২০২০ সালের অক্টোবরে বার্সার তখনকার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সিদ্ধান্তে চুক্তির সময়সীমা বাড়ান ডি ইয়ং। এখন সে চুক্তিকে অস্বীকার করছে ক্লাবটি।
এমনকি ইয়ংকে পুরনো চুক্তিতে ফিরে যেতে লিখিত নোটিশ পাঠিয়েছে বার্সার বর্তমান পরিচালনা বোর্ড। এই বিষয়গুলো ভালো লাগছে না সাবেক ডাচ তারকা রাফাফেল ভ্যান ডার ভার্টের।
বার্সার বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তাকে ‘ইডিয়ট’ আখ্যা দিয়ে ভ্যান ডার ভার্ট বলেন, তোমার টাকা নাই, তুমি কিভাবে খেলোয়াড় কিনো? এই লোকটা (লাপোর্তা) নিজেকে রাজা ভাবে। কিন্তু আমি মনে করি, সে কিছুটা ইডিয়ট।
ফ্যাঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে বার্সার আচরণকে বাজে উল্লেখ করে ভার্ট বলেন, আপনি কারো সঙ্গে এমন আচরণ করতে পারেন না। ডি ইয়ং কি খুব বেশি টাকা কামায়? তুমি চুক্তি করেছো, তোমার উচিৎ সেটা মানা অথবা সঠিক পন্থায় সেটি বাদ দেওয়া। কিন্তু এভাবে নয়। এই দলটি হলো মাফিয়া এবং তাদের শাস্তি হওয়া উচিৎ। মার্কা,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া