adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাথুরু সিংহের শ্রীলঙ্কা হারল জিম্বাবুয়ের কাছে

ZM_1ক্রীড়া প্রতিবেদক : মিরপুর স্টেডিয়ামে শততম ওয়ানডে ম্যাচটি জিতে নিলো জিম্বাবুয়ে। তারা কোচ হাথুরু সিংহের শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়ে দেয়। ত্রিদেশীয় সিরিজে এই দুই দলের মধ্যকার ম্যাচ দিয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশের হোম অব ক্রিকেট। ওয়ানডে ম্যাচ আয়োজনে ‘সেঞ্চুরি’ করেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচের টস পর্বের মধ্য দিয়ে মূলত বিশ্বের ষষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ১০০ ওয়ানডের অভিজাত তালিকায় প্রবেশ করেছে এই স্টেডিয়াম।
এছাড়া, একদিক থেকে আগের পাঁচ ভেন্যুকে ছাড়িয়ে গেছে মিরপুর। সবচেয়ে কম সময়ে একশ’ ওডিআই ম্যাচ গড়ালো মাঠটিতে। সময় লেগেছে মাত্র ১১ বছর। ২০০৬ সালের ডিসেম্বরে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে এর পথচলা শুরু।
বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি সত্যিকার অর্থেই ছিল রোমাঞ্চে ঠাসা। আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ২৯১ রানের ল্য দেয় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার ইনিংসে বারবার বদালালো ম্যাচের রং। একবার শ্রীলঙ্কার দিকে ম্যাচ হেলে যায় তো আরেকবার জিম্বাবুয়ের দিকে। শেষ পর্যন্ত জয়টা হলো আফ্রিকার দেশ জিম্বাবুয়ের। ১.৫ ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কাকে ২৭৮ রানে গুটিয়ে দিল তারা। ১২ রানে জয় পায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন হাথুরুসিংহে। নিজের নতুন দায়িত্বের শুরু হয়েছে তার বাংলাদেশ সফরে এসেই। কিন্তু বাংলাদেশে এসে বছরে নিজেদের প্রথম ম্যাচে হারই সঙ্গী হলো তাদের। শ্রীলঙ্কাকে বদলে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে নতুন দায়িত্ব নিয়েছেন হাথুরুসিংহে। গেল বছর অনেক ব্যর্থতার মাঝে জিম্বাবুয়ের মতো দলের কাছেও ঘরের মাঠে সিরিজ হেরেছিল শ্রীলঙ্কা। নতুন বছরে নতুন কোচের অধীনে সেই জিম্বাবুয়ের কাছেই হেরে শুরু হলো হাথুরুসিংহের শ্রীলঙ্কার।
সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপে ১৭০ রানে অলআউট হয়েছিলো জিম্বাবুয়ে। কিন্তু সেই জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ালো লঙ্কার বিরুদ্ধে। তারা শ্রীলঙ্কাকে ২৯১ রানের বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। টসে হেরে ব্যাট করতে নেমে হ্যামিলটন মাসাকাদজার ৭৩ ও সিকান্দার রাজার অপরাজিত ৮১ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার পে সুরঙ্গা লাকমল ১টি, থিসারা পেরেরা ২টি ও আসেলা গুনারতেœ ৩টি করে উইকেট নেন। গত বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল জিম্বাবুয়ে।
ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন হ্যামিলটন মাসাকাদজা ও সলোমন মিরে। ইনিংসের ১৩তম ওভারে থিসারা পেরেরার বলে কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন সলোমন মিরে। ব্যক্তিগত ৩৪ রান করে ফিরে যান তিনি। ১৭তম ওভারে সুরঙ্গা লাকমলের বলে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে ধরা পড়েন ক্রেইগ আরভিন। দলীয় ১৪২ রানে হ্যামিলটন মাসাকাদজাকে ফেরান আসেলা গুনারতেœ। দলীয় ১৬৯ রানে ব্রেন্ডন টেইলরকে বোল্ড করেন থিসারা পেরেরা। ৪৪তম ওভারে আসেলা গুনারতেœর বলে উপুল থারাঙ্গার হাতে ক্যাচ হন ম্যালকম ওয়ালার। শেষ ওভারে আসেলা গুনারতেœর বলে আকিলা ধনঞ্জয়ার হাতে ক্যাচ হন পিটার মুর।
জবাবে জয়ের জন্য ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং ঝড়ই তুলেছিলেন প্রথমসারির ব্যাটসম্যানরা। কিন্তু জিম্বাবুয়ান বোলারদের দাপটে খেই হারিয়ে ফেলে হাথুরু সিংহের শিষ্যরা। কেবল কুশল পেরেরা (৮০), থিসেরা পেরেরা (৬৪) ও অ্যাঞ্জেলা ম্যাথিউসের (৪২) ব্যাটিং তা-ব জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো জিম্বাবুয়েকে। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না শেষ জুটি সুরঙ্গা লাখমান আর দুসমনথো চামিরা। জিম্বাবুয়ান বোলার টেন্ডাই চাতারা আক্রমণাত্মক পেস বোলিংয়ে চামিরা টিকতেই পারলেন না। সুঁইপট শট খেলতে গিয়ে বল তুলে মারলে বান্ডারির ক্যাচ ধরেন মাভুতা। সেই বিজয় উল্লাস শুরু হয় জিম্বাবুয়ের।
ব্যাটে নান্দনিক ৮১ রানের পর বল হাতে ১ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া