adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আ. লীগের আলোচনাসভা বিকেলে

image_67245_0ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

আলোচনা সভায় বক্তব্য রাখবেন জাতীয় নেতা ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা।

শনিবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ আলোচনা সভায় সভায় যোগ দিতে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এছাড়া, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরমধ্যে ভোর ৬টা ৪৩ মিনিটে দলের কেন্দ্রীয় ও দেশব্যাপী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ,  সকাল ৭টা ০৫ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন, ৭টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, ৮টা ০৫ মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা অর্পন করেছে আওয়ামী লীগ।

১৯৭১ সালে দখলদার পাকহানাদার বাহিনী তার এদেশীয় দোসর, রাজাকার, আলবদর, আলশামস তথা স্বাধীনতা বিরোধী চক্রের মিলিত ষড়যন্ত্রে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানি ঔপনিবেশিক দখলদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সময় বাঙালি জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া