adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুকের ডাবল সেঞ্চুরিতে লিডে ইংল্যান্ড

ENGLANDস্পাের্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন ভালোভাবেই শেষ করেছে ইংল্যান্ড। অ্যালেস্টার ‍কুকের ডাবল সেঞ্চুরিতে বৃহস্পতিবার দিন শেষে ১৬৪ রানের লিডে রয়েছে ইংলিশরা। দিন শেষে জো রুটদের সংগ্রহ নয় উইকেট হারিয়ে ৪৯১ রান। অ্যালেস্টার কুক ২৪৪ রান করে ও জেমস অ্যান্ডারসন শূন্য রান করে অপরাজিত রয়েছেন।

গতকাল নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। দুই উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে তারা দিনের খেলা শেষ করেছিল। আজ ব্যক্তিগত অর্ধশত করে আউট হন অধিনায়ক জো রুট। ৬১ রান করে সাজঘরে ফেরেন তিনি। দশ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেন স্টুয়ার্ট ব্রড। ৫৬ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে জস হাজলেউড ৩টি, নাথান লায়ন ৩টি ও প্যাট কামিন্স ৩টি করে উইকেট নেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গত ২৬ ডিসেম্বর শুরু হয়েছে ম্যাচটি। প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা ৩২৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের এটি চতুর্থ ম্যাচ। প্রথম তিনটিতে জয় পেয়ে ইতোমধ্যে সিরিজটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে ১৬৪ রানের লিডে ইংল্যান্ড, হাতে এক উইকেট।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩২৭ (১১৯ ওভার)

(ক্যামেরন ব্যানক্রফট ২৬, ডেভিড ওয়ার্নার ১০৩, উসমান খাজা ১৭, স্টিভেন স্মিথ ৭৬, শন মার্শ ৬১, মিচেল মার্শ ৯, টিম পেইনে ২৪, প্যাট কামিন্স ৪, জ্যাকসন বার্ড ৪, জস হ্যাজলেউড ১*, নাথান লায়ন ০; জেমস অ্যান্ডারসন ৩/৬১, স্টুয়ার্ট বার্ড ৪/৫১, ক্রিস ওয়েকস ২/৭২, মঈন আলী ০/৫৭, টম কুররান ১/৬৫, ডাউইড মালান ০/২০)।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৯১/৯ (১৪৪ ওভার)

(অ্যালেস্টার কুক ২৪৪*, মার্ক স্টোনম্যান ১৫, জেমস ভিন্স ১৭, জো রুট ৬১, ডাউইড মালান ১৪, জনি বেয়ারস্টো ২২, মঈন আলী ২০, ক্রিস ওয়েকস ২৬, টম কুররান ৪, স্টুয়ার্ট ব্রড ৫৬, জেমস অ্যান্ডারসন ০*; জস হ্যাজলেউড ৩/৯৫, জ্যাকসন বার্ড ০/১০৮, নাথান লায়ন ৩/১০৯, প্যাট কামিন্স ৩/১১৭, মিচেল মার্শ ০/৪২, স্টিভেন স্মিথ ০/১১)।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া