adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিবুরকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিল বিএসএফ

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে নির্মম নির্যাতনের শিকার বাংলাদেশী নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার হাবিবুর রহমান হাবুকে (২২) ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিয়েছে বিএসএফ। আজ রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জানানো হয়, ইতোমধ্যে বাংলাদেশী নাগরিক হাবিবুর রহমানকে বিবস্ত্র করে নির্যাতনের দায়ে দুই বিএসএফ সদস্যকে শাস্তি প্রদান করা হয়েছে। 

২০১১ সালের ৯ই ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জের চরপাঁকা ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান হাবুকে ভারতের চরমুশী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়। এরপর তাকে বিবস্ত্র করে, হাত-পা বেধে রেখে নির্যাতন চালায় তারা। পরেরদিন তাকে আবারও হাত-পা বেধে নির্মমভাবে প্রহার করে অচেতন অবস্থায় বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। সেসময় নির্যাতনের চিত্র এক বিসিএফ জওয়ানের মোবাইলে ধারণ করা হয়। পরে ১৮ই জানুয়ারি ভিডিওটি ভারতীয় বিভিন্ন চ্যানেলে এবং পরবর্তীতে বাংলাদেশের চ্যানেলে প্রচারিত হলে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়। বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় শক্ত প্রতিবাদ জানানো হয়। এরই ধারাবাহিকতায় ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গত বছরের ৮ জুলাই হাবিবুর রহমানকে ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ করে।  সে সুপারিশ অনুযায়ী মঙ্গলবার বিএসএফের পক্ষ থেকে ৫০ হাজার রুপির একটি চেক হাবুর কাছে হস্তান্তর করা হয়। চেক পেয়ে সন্তুষ্টির কথা জানালেন ভুক্তভোগী হাবু। তবে সেদিনের নির্মমতার কথা কি কোনদিন ভুলতে পারবেন তিনি? 

হাবিবুর রহমান হাবু মানবজমিনকে বলেন, ‘আমি ৫০ হাজার রুপি পেয়েছি। এতে আমি খুশি। এ নিয়ে আর কিছু করতে চাই না।’  তবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বেশ বিমর্ষ দেখায় তাকে। এসময় তার পাশে বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অন্যদিকে, ১৩০ বিএসফএফ কাতলামারী ব্যাটালিয়ানের পক্ষ থেকে জানানো হয়, হাবিবুর রহমানকে নির্যাতনের দায়ে এক বিএসএফ জওয়ানের পদাবনতি ও অপর একজনের ২৮ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া