adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি দাবার কোচিংয়ে ১কোটি টাকা দিবে- জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপ মঙ্গলবার শুরু

DABAআক্তারুজ্জামান :মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে শুরু হচ্ছে জাতীয় এ’ চ্যাম্পিয়নশিপ। বিকাল ৩টা থেকে প্রতিযোগিতা শুরু হবে। এই আসরে গতবারের এ’ দাবার তিন বিজয়ী আর সদ্য শেষ হওয়া বি’ দাবার ১১ দাবাড়– অংশগ্রহণ করবেন।
ওমিকন গ্রুপ পৃষ্ঠপোষকতায় এই আসর সফল সমাপ্তি ঘটাতে ৬ লাখ ৯৫ হাজার টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। পুরো টাকা পৃষ্ঠপোষক কোম্পানি দিচ্ছে।
সোমবার (২০ নভেম্বর) দাবা ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তারা আলোকপাত করেন। এসময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন কার্য নির্বাহী সদস্য কে এম শহীদুল্লাহ, ওমিকন গ্রুপের জেনারেল ম্যানেজার এহসান মাহবুর প্রমূখ উপস্থিত ছিলেন।
১৪ জনের এই টুর্নামেন্টে দেশের ৩ গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব, আব্দুল্লাহ আল রাকিব ও জিয়াউর রহমান সরাসরি এবং বি’ চ্যাম্পিয়ন থেকে সুযোগ প্রাপ্ত ১১ জন অংশ নিবেন।
জাতীয় বি’ থেকে সুযোগ পাওয়া দাবাড়–রা হলেন- ফিদে মাস্টার শেখ নাসির, ফাহাদ রহমান, সৈয়দ মাহফুজুর, খন্দকার আমিনুল, মেহেদি হাসান পরাগ, এস এম স্মরণ। এছাড়া আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শাকিল, শামীমা আক্তার লিজা। ক্যান্ডিডেট মাস্টার আছেন দুই জন। চঞ্চল কুমার ঘোষ ও মো. শরীফ হোসেন।
তবে ব্যক্তিগত কারনের জন্য এবারের জাতীয় 'এ' চ্যাম্পিয়নে অংশ নিচ্ছেন না সরাসরি সুযোগ পাওয়া দুই গ্রান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও রিফাত বিন সাত্তার। এবারের একমাত্র মহিলা প্রতিযোগী আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা।
দাবার কোচিং এর ভবিষ্যত কি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শাহাবুদ্দিন শামিম বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবার সহায়তায় এগিয়ে আসছে। তারা দাবা ফেডারেশনকে ১ কোটি টাকা অর্থায়ন করবে। আর দাবা ফেডারেশন সেই অর্থের অধিকাংশই ব্যয় করবে কোচিয়য়ের পেছনে। এ্ই আসরে চ্যাম্পিয়ন পাবে ৫০ হাজার, রানার্স আপ ৩০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী ২০ হাজার টাকা পুরস্কার পাবে। এ ছাড়াও অংশগ্রহণকারী সকল খেলোয়াড় সান্ত¡না পুরস্কার পাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া