adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমাবেশের দিন গণপরিবহন বন্ধ করবেন না- সরকারের প্রতি বিএনপির আহ্বান

B N Pনিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশর দিন (১২ নভেম্বর) গণপরিবহন বন্ধ না করতে সরকারের প্রতি আহ্বান বিএনপি। ১০ নভেম্বর শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই কথা বলেন।

১২ নভেম্বরের সমাবেশে লোক সমাগম কেমন হবে এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, সরকার তো সব কাজে বাধা দেয়। ম্যাডামের দেশে ফেরার সময় বিমানবন্দরে যেতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়। এরপরও সেদিন কিভাবে নেতাকর্মীদের ঢল নেমেছিল তা দেশবাসী দেখেছে। এবার যদি সরকার বাধা না দেয় তাহলে লোক সমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

এসময় তিনি সমাবেশে কোন প্রকার বাধা না দিয়ে সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'কি প্রয়োজন বাধা দেয়ার? সমাবেশ করতে দিন নির্বিঘ্নে। জনগণের সমাবেশ করতে দিন এরপর হয়তো আপনারাও করবেন। জনগণই সবকিছু বিচারক করুক।  গণতান্ত্রিক আচরন করুন।'

প্রায় ১৯ মাস পর বিএনপি প্রকাশ্যে এমন একটি সমাবেশ আয়োজনের সুযোগ পাচ্ছে। এদিকে লক্ষ্য রেখে মির্জা আব্বাস বলেন, 'আমাদের মধ্যে স্বভাবতই আনন্দ কাজ করছে। সারাদেশ থেকে লোকজন আসবে। আশা করবো সরকার জল, সড়ক, রেলপথ কোথাও বাধা দিবে না।'

নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে মির্জা আব্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের এর উদ্বৃতি টেনে বলেন, 'বিএনপি অন্তত আওয়ামী লীগের মতো বিশৃংখল কোন দল নয়। আমরা সুশৃংখলভাবে সমাবেশ করতে চাই। তবে তার বক্তব্যে ভিন্ন কিছুর ইঙ্গিত আছে মনে হচ্ছে।  তারা নিজেরা যেন আমাদের ভেতরে কোন ধরনের অপ্রীতিকর কিছু না ঘটায়। সরকার ও আইনশৃংখলা বাহিনীর নিকট আশা করবো যেন সহযোগিতা করেন।  আমরা রাজনৈতিক আচরন আশা করি।'

এসময় বিএনপির ভাইস সেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া