adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের দুই প্রতিজ্ঞা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলা উপহার এবং এইডস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য প্রতিজ্ঞা করেছেন সাকিব আল হাসান। রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ শিশু তহবিল, ইউএনএইডস ও ইউনিসেফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। থিঙ্ক ওয়াইজ নামে এ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ভারতের বীরেন্দর  শেবাগ, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামিসহ আরো  বেশ কয়েকজন জনপ্রিয় ক্রিকেটার সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করবেন। সাকিব এ সম্পর্কে বলেন, বিশ্বে এইডস আক্রান্ত রোগীদের একটি বড় অংশ ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তাই তরুণদের বলতে চাই, আপনারা সতর্ক থাকুন, সচেতন হোন। প্রয়োজনে পরীা করান। এ বিষয়ে কোনো দ্বিধা করবেন না। সংবাদ সম্মেলনে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রচারের অংশ হিসেবে খেলোয়াড়েরা লাল ফিতা পরবেন। সেই সঙ্গে বাউন্ডারিতেও সচেতনতামূলক বেশকিছু বার্তা থাকবে। যা মানুষের কাছে পৌঁছে যাবে। মনে করা হচ্ছে বিশ্বকাপের মাধ্যমে ১০০ কোটি মানুষকে এ বিষয়ে উদ্বুদ্ধ করা সম্ভব। আর এতে করে এইডসের সংক্রমণ শূন্যে নামিয়ে আনাই ক্যাম্পেইনের মূল ল্য। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ, ধীরাজ মালহোত্রা, ইউএনএইডসের বাংলাদেশের পরিচালক লিও  কেনি। এ প্রচারণার অংশ হিসেবে সকালে মিরপুরে এইডস-আক্রান্ত ১৫টি শিশুর সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেট খেলে সময় কাটান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া