adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আজ দেশে ফিরছেন খালেদা জিয়া

পরোয়ানা মাথায় নিয়ে ফিরছেন খালেদা, শোডাউনের প্রস্তুতি বিএনপিরডেস্ক রিপাের্ট : চোখ ও পায়ের চিকিৎসা শেষে প্রায় তিন মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। পরোয়ানা মাথায় নিয়ে দলীয় প্রধানের দেশে প্রত্যার্বতনের দিনে বিমানবন্দর থেকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত মানবপ্রাচীর তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটির নেতাকর্মীরা। 

বিএনপির দলের একাধিক নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বড় ধরনের শোডাউনের প্রস্ততি আছে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।  ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল ও মহিলা দলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা এই শোডাউনের প্রস্ততি নিয়েছে।
এছাড়া ঢাকার আশপাশের জেলাগুলো থেকে নেতাকার্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হবেন। এজন্য ইতোমধ্যে দলীয়ভাবে নিজেদের মধ্যে সভা করে প্রস্ততি নিয়েছে বলে জানা গেছে। 
এদিকে খালেদা জিয়ার সফর নিয়ে লন্ডন বিএনপি নেতারা সেদেশে সংবাদ সম্মেলন করেছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার লন্ডন সফরে প্রবাসী বিএনপি নেতাদের উজ্জীবিত করেছেন। লন্ডন বিএনপির সভাপতি এম এম মালেক খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেত্রীর দিক নির্দেশনা আগমী দিনে দলীয় কর্মকাণ্ড চালিয়ে নিতে তাদের প্রেরণা জোগাবে।   
গত ১৫ জুলাই খালেদা জিয়া শারীরিক চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে প্রথমে চোখের অপারেশন করান। এরপর লন্ডনে প্রখ্যাত বাতরোগ বিশেষজ্ঞ হ্যাডলি ব্যারির অধীনে হাঁটুর চিকিৎসা গ্রহণ করেন খালেদা জিয়া।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ম্যাডামকে সংবর্ধনা দেওয়া নিয়ে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। দলের নেতাকর্মীরা বরাবরই ম্যাডাম যখন দেশের বাইরে যান তখন তাকে বিদায় জানাতে যান। দেশে ফেরার সময় একইভাবে স্বতস্ফূর্তভাবে নেতাকর্মীরা নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে আশপাশ এলাকায় উপস্থিত হন।’ 
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে রিজভী বলেছেন,  গ্রেফতারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়ার মনোবল দুর্বল করা যাবে না। তিনি দেশে ফিরে আসবেন।’
দীর্ঘদিন বিদেশে অবস্থানরত খালেদা জিয়ার বিরুদ্ধে সম্প্রতি একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই। বিদেশ থেকে খালেদা জিয়া দেশে ফেরার পরই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া