adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের বিরুদ্ধ খেলতে বিশ্ব একাদশে ডাক পেলেন তামিম ইকবাল

TAMIMস্পাের্টস ডেস্ক : আগামী মাসে পাকিস্তানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্ব একাদশ। এই সিরিজের জন্য বৃহস্পতিবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। স্কোয়াডের অধিনায়ক করা হয়েছে সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসিসকে।

১৪ সদস্যের মধ্যে একজন বাংলাদেশি (তামিম ইকবাল), তিনজন অস্ট্রেলিয়ান (জর্জ বেইলি, টিম পেইনে, বেন কাটিং), পাঁচজন সাউথ আফ্রিকান (ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, ডেভিড মিলার, ইমরান তাহির, মরনি মরকেল), ‍দুইজন ওয়েস্ট ইন্ডিয়ান (ড্যারেন স্যামি, স্যামুয়েল বাদরি), একজন শ্রীলঙ্কান (থিসারা পেরেরা), একজন ইংলিশ (পল কলিংউড) ও একজন কিউই (গ্র্যান্ট এলিয়ট) ক্রিকেটার রয়েছেন।

বিশ্ব একাদশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ে দলের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরে অনুষ্ঠিত হবে এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ার্ল্ড ইলেভেন স্কোয়াড: তামিম ইকবাল, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, ডেভিড মিলার, মরনি মরকেল, স্যামুয়েল বাদরি, জর্জ বেইলি, বেন কাটিং, গ্র্যান্ট এলিয়ট, টিম পেইনে, থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, ইমরান তাহির, পল কলিংউড।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া