adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দি ডিরেক্টর চলচ্চিত্রটি উদ্ভট মনে হয়েছে’

image_63619_0ঢাকা: চিত্রনায়িকা পপি অভিনীত ও খ্যাতিমান গীতিকার কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’ মুক্তির দাবিতে একটি আন্দোলন ক্রমেই বেগবান হচ্ছে। ফেসবুকে চালানো এ আন্দোলনের পাশাপাশি এবার রাজপথে নামতে যাচ্ছে আন্দোলনকারীরা। শুধু দি ডিরেক্টরের মুক্তিই নয়, সেন্সরপ্রথা বাতিলের দাবিতেও মাঠে নামছেন তারা।

জানা গেছে, চলচ্চিত্রটি মুক্তি ও সেন্সরপ্রথা বাতিলের দাবিতে তারা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সেন্সরবোর্ড কার্যালয় ঘেরাও কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছেন।

এদিকে চলচ্চিত্রটি সেন্সরবোর্ড আটকে দেয়ার পেছনে মূলত নায়করাজ রাজ্জাকই দায়ী। বিভিন্ন সময় এমন অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় নায়করাজ রাজ্জাকের মুখোমুখি হয় বাংলামেইল।

নায়করাজ রাজ্জাক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বাংলামেইলকে বলেন, ‘চলচ্চিত্রটি আটকে দেয়ার জন্য আমি একা দায়ী নই। সেন্সরবোর্ডের অধিকাংশ সদস্যের আপত্তির কারণেই তা আটকে দেয়া হয়েছে।’

চলচ্চিত্রটি আটকে দেয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘চলচ্চিত্রটি আটকে দেয়ার প্রধান ও একমাত্র কারণ, এ চলচ্চিত্রে ডিরেক্টর সম্প্রদায়কে হেয় করা হয়েছে। এটাই মূল কারণ। বাকি যেসব কারণ উল্লেখ করা হয়েছে, সেগুলো এমনিই দেয়া হয়েছে।’

চলচ্চিত্রে ‍পুলিশ কিংবা সরকারি কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার গোষ্ঠীকে বিভিন্ন সময় হেয় করার নজির অহরহ ঘটলেও ডিরেক্টর সম্প্রদায়কে কেন হেয় করা যাবে না তা জানতে চাইলে নায়করাজ বলেন, ‘সব ডিরেক্টরতো আর লম্পট নয়। কিন্ত এ চলচ্চিত্রে ডিরেক্টরদের লম্পট হিসেবে দেখানো হয়েছে। একজন ডিরেক্টর কি শুধু প্রেম করে আর লাম্পট্য করে? তাছাড়া দি ডিরেক্টর উদ্ভট মনে হয়েছে।’

দেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি চলচ্চিত্রের মুক্তিকে কেন্দ্র করে আন্দোলন হওয়ার নজির এটাই প্রথম। সে সূত্রে চলচ্চিত্রটি আটকে রেখে দর্শকদের আকাঙ্খা অবদমিত করা হচ্ছে কিনা জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘দর্শকরাতো চলচ্চিত্রটি দেখেননি। তারা এত আগ্রহী হচ্ছেন কেন? আমরা বহু ভালো ভালো চলচ্চিত্র ছেড়ে দেই। প্রচুর অশ্লীল ছবিও ছেড়ে দেই। এ চলচ্চিত্র অশ্লীল নয়। দেশবিরোধী কোনো উপাদানও চলচ্চিত্রটিতে নেই। চলচ্চিত্র পরিচালকদের ভুলভাবে উপস্থাপন করাই এ ছবির অপরাধ।’

সেন্সরবোর্ড চলচ্চিত্রটি মুক্তি দেয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেবে কিনা, জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘চলচ্চিত্রটি ছাড়তে আমাদের কোনো বাধা নেই। কামরুজ্জামান কামু সেন্সরবোর্ডের উচ্চপর্যায়ে ছবিটি মুক্তির দাবিতে আবার আপিল করতে পারেন। কিংবা আপনারা যারা সাংবাদিকরা আছেন, তারা চলচ্চিত্রটি দেখুন। ডিরেক্টর অ্যাসোসিয়েশন চলচ্চিত্রটি দেখুক। সবাই যদি চলচ্চিত্রটি ছেড়ে দিতে বলে আমরা ছেড়ে দেব।’

সেন্সরবোর্ড প্রথা বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরেই দাবি চলে আসছে। নায়করাজ নিজেও এ প্রথা বাতিলের পক্ষে। তিনি বলেন, ‘সেন্সরপ্রথা অনেক পুরনো প্রথা। মান্ধাতা আমলের এ প্রথা বাতিল করা হোক। নতুন সিস্টেম আসুক, এটা আমিও চাই। কিন্তু সিস্টেমের ভেতর থেকে তো আমি সিস্টেম ভাঙতে পারি না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া