adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রােনালদাে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন

R-1স্পাের্টস ডেস্ক : মেজাজ হারিয়ে কি এখন আফসোস করছেন রোনালদো। তা করতেই পারেন। এল ক্ল্যাসিকোতে লাল কার্ড পাওয়ার পর ক্ষোভে রেফারিকে ধাক্কা মেরে দিয়েছিলেন। তাতে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। অন্তত স্প্যানিশ ফেডারেশনের নিয়ম তাই বলছে।

ঘটনার সূত্রপাত ম্যাচের ৮০ মিনিটে। রোনালদো তখন অসাধারণ গোল করে এগিয়ে দিয়েছেন রিয়ালকে। ন্যু ক্যাম্পে নামিয়ে এনেছেন পিনপতন নিরবতা। শত্রু শিবিরের দর্শকদের দুয়োধ্বনি শুনতে শুনতে মাঠে নেমেছিলেন। তাদের ঠাণ্ডা করে যেন বুনো উল্লাসই বেরিয়ে এসেছিলো। জার্সি খুলে দেখাতে লাগলেন পেশিবহুল শরীর। তাতেই নিয়ম ভঙ্গ। হলুদ কার্ড দেখতে হয় তাকে। এই হলুদ কার্ড নিয়ে অবশ্য কোন বিতর্ক নেই। মিনিট দুয়েক পর বক্সের মধ্যে পড়ে গিয়েছিলেন। রেফারি রিকার্ডো ডি বার্গোস বেনগোটেক্সার মনে হয়েছে অভিনয় করে পড়েছেন সিআর সেভেন। দিলেন আরেক হলুদ। হলুদে হলুদে মিলে হয়ে গেল লাল। বিতর্কিত ওই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন পর্তুগিজ তারকা। বেরিয়ে যাওয়ার আগে ধাক্কা মেরে বসেন রেফারিকে।

R-2স্প্যানিশ ফেডারেশনের শৃঙ্খলতাজনিত বইয়ের ৯৬ নম্বর আর্টিকেলে আছে, ‘রেফারিকে মৃদু আঘাত করলে ৪-১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা যেতে পারে।’
রেফারি রিকার্ডো প্রতিবেদন জমা দেওয়ার পরই শুরু হবে এই প্রক্রিয়া। রোনালদোর ভাগ্য তাই নির্ভর করছে স্প্যানিশ ফেডারেশন কম্পিটিশন কমিটির হাতে। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কত ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তিনি। এই নিষিদ্ধাদেশ বলবৎ হবে অবশ্য সব ধরনের লা লিগা, সুপার কাপসহ সব ধরনের স্প্যানিশ প্রতিযোগিতায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া