adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে সিপিএলে জ্যামাইকার জয়

SAKIBস্পাের্টস ডেস্ক : সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াস। সোমবার রাতে বার্বাডোস ট্রিডেন্টসকে তারা ১২ রানে পরাজিত করে।

এদিন, প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৪ রান করে জ্যামাইকা। দলের হয়ে আন্দ্রে ম্যাকার্থি সর্বোচ্চ ৬০ রান করেন। তবে শেষ দিকে ৩২ বলে সাকিবের অপরাজিত ৪৪ রানের সুবাদে দেড়শ' পেরোতে সক্ষম হয় সাঙ্গাকারার দল। বার্বাডোসের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান ওহাব রিয়াজ। আর একটি করে উইকেট পান ওয়েন পারনেল ও রবি রামপাল।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসার মোহাম্মাদ সামির বোলিং তোপে পড়ে বার্বাডোস। তাই তো ৩৩ বলে ৬২ রান করেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি কাইরন পোলার্ড। জ্যামাইকোর হয়ে ১২ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন সামি। এছাড়া সাকিব, ক্রিসমার সান্তোকি, ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামস একটি করে উইকেট নেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া