adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেভিড ওয়ার্নার বললেন- আমাদের বাংলাদেশ সফরে যাওয়া ঠিক হবে না

WARNERস্পোর্টস ডেস্ক : দুই টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অজি ক্রিকেটারদের। কিন্তু বেতন নিয়ে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে ক্রিকেটারদের দ্বন্দ্বের কারণে এখনও অনিশ্চয়তা রয়েছে সফরটি নিয়ে। সম্প্রতি সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হলেও এখনও চুক্তি প্রক্রিয়া শেষ হয়নি তাদের। তাই চুক্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ সফরের না আসার ব্যাপারে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। 

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমিও বাংলাদেশ সফরে যেতে চাই। তবে তার আগে আমরা চেয়েছিলাম আমাদের চুক্তিটা করে নিতে। আমাদের দাবি-দাওয়া মেনে নিতে হবে। আমি মনে করিনা চুক্তি হওয়ার আগে আমাদের এই সফরে যাওয়া উচিত হবে। যেখানে অস্ট্রেলিয়া ‘এ’ দল চুক্তি না হওয়ায় তাদের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে। এমতবস্থায় কোনও সুরাহা না হওয়ার আগে কোথাও যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না।’

এই প্রসঙ্গে ওয়ার্নার জানিয়েছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে ভালোভাবে অবগত আছে। তাদেরকে বার বার বিষয়টি বলা হয়েছে। চুক্তি যদি সম্পন্ন না হয় তাহলে কী হবে সেটাও তারা জানে। তবে আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। এখনই সবকিছু খুলে বলা যাবে না। বিষয়টি অনেকটাই গোপনীয়। আমি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত বিষয়টি গোপনই থাক।’

এর আগে বাংলাদেশ সফরের না আসার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।  স্মিথ জানিয়েছেন, বোর্ডের সাথে যুক্তির ওপরই নির্ভর করছে বাংলাদেশ সফরের ভবিষ্যত। সমস্যা নিরসন না হলে বাংলাদেশ সফর বর্জন করবে ক্রিকেটাররা।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া