adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার অনুরোধেই নিরাপত্তা জোরদার

image_69895_0 (1)ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়েছে, বিএনপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিএনপি ও তার (খালেদা) অনুরোধেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

রোববার সন্ধ্যায় ধানমণ্ডির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সৈয়দ আশরাফ।

বিকেলে খালেদা জিয়ার পল্টনে আসার উদ্দেশে বাইরে বের হয়ে পুলিশের বাধার মুখে ফিরে যাওয়ার ঘটনাকে নাটক বলে অভিহিত করে তিনি বলেন, ‘তিনি তো নাটক করেছেন। একবার বলেছেন যাবেন আবার বলেছেন যাবেন না। তার সাজ দেখে মনে হয়েছে তিনি কর্মসূচিতে নয় পার্টিতে যাচ্ছেন। পুলিশদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তার মতো বিরোধী দলীয় নেতার মুখে এটা মানায় না। তিনি ইচ্ছে করলে সকালে উঠে যেতেন কিন্তু তিনি যাননি। এতে বোঝা যায় তিনি আসলে যেতে চাননি।’

খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েনের বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘তিনি এবং তার দলের লোকেরা নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেছেন। এ জন্যই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর তিনি পল্টনে যাওয়ার বিষয়ে সরকারের কাছে এমন কোনো আবেদন করেননি যে তার ব্যবস্থা করতে হবে।’

সরকার গণতন্ত্র এবং যুদ্ধাপরাধকে এক করে ফেলেছে- খালেদা জিয়ার এমন বক্তব্য প্রসঙ্গে আশরাফ বলেন, ‘গণতন্ত্র থাকলে যুদ্ধাপরাধের বিচার হবে। সুতরাং গণতন্ত্র ও যুদ্ধাপরাধকে আলাদা করে দেখার সুযোগ নেই।’

বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে প্রশাসন ও আওয়ামী লীগের লোকজন বাধা দিচ্ছেন বলে যে অভিযোগ উঠছে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছি না। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ কাজ করছে। যেহেতু আওয়ামী লীগ সরকারের বাইরে না তাই তারা জনগণের নিরাপত্তা জন্য কাজ করছে।’

বিএনপির কর্মসূচিকে ব্যর্থ বলে অভিহিত করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি একটা ভাওতাবাজি। এ কর্মসূচিতে তিনি তার দলের লোক এবং সাধারণ জনগণকে একত্রিত করতে পারেননি। আজকে তার কর্মসূচিতে দলের লোকদের পর্যন্ত উপিস্থিত করতে পারেননি। আমি তাকে অনুরোধ করবো, কর্মসূচির নামে এ ধরনের নাটক আর করবেন না। আপনার এ নাটকে যদিও কিছু মানুষ আনন্দ পায় কিন্তু আমরা খুশি হতে পারছি না।’

ঢাকামুখী অভিযাত্রা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে যে আশঙ্কার কথা বলা হয়েছিল সে প্রসঙ্গে তিনি বলেন, ‘নানা মিডিয়াতে অনেক কিছু আশঙ্কার কথাই শুনলাম কিন্তু কিছুই ঘটেনি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে মাত্র।’

সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।vv

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া