adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সংবর্ধনায় প্রথম নারী বিচারপতি- জীবনে অন্যায় বিচার করিনি

JUSTICনিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতান ৭ জুলাই শুক্রবার অবসরে যাচ্ছেন। ৬ জুলাই বৃহস্পতিবার আপিল বিভাগে বিচারপতি হিসেবে তার শেষ কর্মদিবস। নাজমুন আরা সুলতান বলেন, “আমি আমার সুদীর্ঘ বিচারিক জীবনে কখনোই জেনে-বুঝে, অবহেলা করে বা অমনোযোগী হয়ে কোনো ভুল বিচার বা অন্যায় বিচার করিনি।” প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিদায়ী বিচারপতিকে সংবর্ধনা দিয়ে থাকে। প্রধান বিচারপতির ১ নম্বর এজলাস কক্ষে বৃহস্পতিবার নাজমুন আরা সুলতানার বিদায়ী সংবর্ধনা হয়। এ সময় তিনি এসব কথা বলেন। নাজমুন আরা সুলতানা বলেন, “প্রথম নারী বিচারক হিসেবে আমি ব্যর্থ হলে হয়তো আজ বাংলাদেশে প্রায় ৪০০ নারী বিচারক হতো না।” তিনি বলেন, “আমি আমার সুদীর্ঘ বিচারিক জীবনে কখনোই জেনে-বুঝে, অবহেলা করে বা অমনোযোগী হয়ে কোনো ভুল বিচার বা অন্যায় বিচার করিনি। আমার অনেক বিচার হয়তো ভুল হয়ে গেছে। আপিলে গিয়ে হয়তো তা সংশোধিত হয়েছে। কিন্তু সে ভুল বিচার আমি জেনে-বুঝে বা অমনোযোগী হয়ে করিনি। আমি আমার সমস্ত জ্ঞানবুদ্ধি দিয়ে, সবটুকু মনোযোগ দিয়ে, সমগ্র একাগ্রতা দিয়ে বিচারকাজ করে গেছি।” নাজমুন আরা সুলতানা বলেন, “আল্লাহ আমাকে এ দেশের প্রথম নারী বিচারক বানিয়েছেন।

আমার বিচারক হওয়ার পেছনে আমার বাবার ইচ্ছা ও মায়ের প্রেরণা বড় ভূমিকা রেখেছে।” তিনি বলেন, তিনি তার মায়ের উৎসাহে ল কলেজে ভর্তি হন। মফস্বল শহরে ল কলেজে রাতে ক্লাস হতো। ক্লাস শেষ করে বাসায় ফিরতে রাত ৯টার বেশে হয়ে যেত। মায়ের সাহস ও প্রেরণায় তিনি পড়া চালিয়ে যেতে পেরেছিলেন। নাজমুন আরা সুলতানা বলেন, তার ওকালতি শুরুর বছর দেড়েকের মধ্যে বাংলাদেশ সরকার নারীদের বিচারক না হওয়ার বিধান তুলে নেয়। এরপর বিসিএস পরীক্ষার মাধ্যমে দেশের প্রথম নারী বিচারক হন। ১৯৭৫ সালের শেষের দিকে খুলনার জজ শিপে মুনসেফ (সহকারী জজ) হিসেবে যোগ দেন। তখন দুই রকমের প্রতিক্রিয়া হয়। কেউ কেউ তাকে স্বাগত জানিয়েছিলেন। অনেক আবার নাক ছিটকে ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া