adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের আগেই প্রশ্নবিদ্ধ নির্বাচন?

image_59484_0ঢাকা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এবার অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়েছে৷ ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এখনই প্রশ্ন উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা৷

আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচন হওয়ার কথা৷ কিন্তু সেদিন সংসদের ৩০০ আসনের প্রায় অর্ধেক আসনে ভোটগ্রহণের প্রয়োজন পড়বে না৷ কেননা সেসব আসনে একের অধিক প্রার্থী নেই।

সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার এটাই সর্বোচ্চ রেকর্ড৷ এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে ৪৮ জন এবং ২০০৭ সালের ২২ জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনে ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন৷

রাজনীতির বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, বিপুলসংখ্যক প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার এই ঘটনা নির্বাচনের আগেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে৷ তাই ৫ জানুয়ারির নির্বাচন দেশের মানুষের কাছে ও দেশের বাইরে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না৷

তিনি মনে করেন, সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে হয়তো নির্বাচন তারা করবেই৷ তবে নির্বাচনের পর আবারো অল্প সময়ের মধ্যে আরেকটি নির্বাচন আয়োজন করতে হবে৷ আর সেই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে৷

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন এখন আর ৩০০ আসনে হচ্ছে না৷ অর্ধেকের কিছু বেশি আসনে নির্বাচন হবে৷ তবে সেই নির্বাচন পার করতে সরকারকে আরো অনেক কাঠ-খড় পোড়াতে হবে৷ সহিংসতা বাড়বে, বাড়বে সরকারের দমন নীতি৷

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার দেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করছে৷ প্রায় ৫০ ভাগ আসনে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টিকে তিনি নজিরবিহীন এবং ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন৷

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সরকার বিরোধী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে৷ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই এই আলোচনা চলবে এবং নির্বাচন ৫ জানুয়ারিতেই হবে৷

তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কোনো বেআইনি বিষয় নয়৷ সূত্র: ডিডব্লিউ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া