adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৯২ হাজার ৯৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১ হাজার ৭০৬ জনের।

বুধবার (১১ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ২৭৯ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৯ হাজার ৯৮৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৪৯ জন এবং মৃত্যু হয়েছে ২০২ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৭৯ জন এবং শনাক্ত হয়েছেন ৫৯ হাজার ৯০৭ জন। ইতালিতে আক্রান্ত ৫৬ হাজার ১৫ জন এবং মৃত ১৫৮ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ৫৩১ জন এবং মৃত্যু ১০১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৪৯ হাজার ৮৯৬ জন এবং মৃত্যু ৬২ জন। ফ্রান্সে মৃত ১২৩ জন এবং আক্রান্ত ৫৬ হাজার ৪৪৯ জন। ব্রাজিলে মৃত ১৯৫ জন এবং আক্রান্ত ২০ হাজার ১৪৩ জন। অস্ট্রেলিয়ায় মৃত ৪৩ জন এবং আক্রান্ত ৪৭ হাজার ৭২৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া