adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেসির রেকর্ডের ম্যাচে কুতিনহোর আবির্ভাব

MESIস্পাের্টস ডেস্ক : লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার জন্য পয়েন্ট টেবিলের ১৬ নম্বরের দল লেভান্তের বিপক্ষে ম্যাচটি খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তবে দু’টি বিশেষ ঘটনার জন্য বাড়তি মাত্রা পেয়ে যায় একতরফা এই লড়াই।

প্রথমত, এটি ছিল লিওনেল মেসির ৪০০ তম লা লিগা ম্যাচ। দ্বিতীয়ত, এই ম্যাচের পরেই আনুষ্ঠানিকভাবে ন্যু ক্যাম্পে আত্মপ্রকাশ করার কথা ছিল রেকর্ড মূল্যে লিভারপুল থেকে বার্সেলেনায় যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা কুতিনহোর।

আর এমন সন্ধিক্ষণকে স্মরণীয় করে রাখতে ভুল করেনি বার্সা।

মাইলস্টোনের ম্যাচে দুর্দান্ত ছিলেন মেসি। ১২ মিনিটেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন তিনি। চলতি লা লিগায় মেসির এটি ১৬ নম্বর গোল। বার্সার জার্সিতে ৩৬৫ গোল করে মেসি ছুঁয়ে ফলেলেন কিংবদন্তি গার্ড মুলারকে। একই ক্লাবের হয়ে ইউরোপের সেরা পাঁচটি লিগের কোনো একটিতে গোল করার নিরিখে মুলারের রেকর্ড স্পর্শ করলেন মেসি।

ম্যাচের অপর গোল দু’টি আসে সুয়ারেজ ও পাউলিনহো। ৩৮ মিনিটে সুয়ারেজ চলতি মরশুমে লা লিগায় নিজের ১১ নম্বর গোল করেন। বার্সার হয়ে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকায় সাত নম্বরে উঠে আসেন সুয়ারেজ। এদিনের পর বার্সায় তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩২৷

ম্যাচের সংযোজিত (৯০+৩) মিনিটে ম্যাচের তৃতীয় তথা চলতি লা লিগায় নিজের ৭ নম্বর গোল করেন পাউলিনহো।
লেভান্তের বিরুদ্ধে জয়ের পর ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের (৩৯) থেকে ৯ পয়েন্টের ব্যবধান তৈরি করে বার্সা।

শুধু মেসিই নন, বার্সার হয়ে নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেন ইনিয়েস্তাও। বার্সেলোনার জার্সিতে ৬৫০ নম্বর ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।

এদিকে ম্যাচের শেষে ন্যু ক্যাম্পে বার্সার জার্সিতে আত্মপ্রকাশ করেন ১৯২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে লিভারপুল থেকে সদ্য দলে যোগ দেওয়া ফিলিপ কুতিনহো। ন্যু ক্যাম্প থেকে সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় কুতিনহো বলেন, ‘বার্সার সমর্থকরা, আমি এখন এখানে। স্বপ্ন সত্যি হল এতদিনে। আপনাদের সঙ্গে দেখা হবে কিছুক্ষণ পরেই।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া