adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়েমেনে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলা : নিহত ৭

YAMANআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলায় কনেসহ সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে আহত হয়েছেন প্রায় ১০০ জন। রোববার এ বিমান হামলা হয় বলে জানিয়েছে আরবি চ্যানেল আল-মাসিরা।
তবে গোটা ঘটনার দায় অস্বীকার করে সৌদি সরকার জানিয়েছে, শিয়াপন্থি হাউতি বিদ্রোহীদের হাত থেকে ইয়েমেনকে মুক্ত করতেই এই বিমান হামলা চালানো হয়েছে। তবে জঙ্গি ঘাটির বদলে বিমানের লক্ষ্য হয়ে যায় বিয়ে বাড়িটি।

আরবি টিভি চ্যানেল ‘আল-মাসিরা’ জানিয়েছে, সানা শহরের জাবেল আল-হারাম এলাকায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় বিমান থেকে বোমা ফেলে সৌদি জঙ্গি বিমান। বিয়ে বাড়িটি কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়।
এদিকে শিয়া বিদ্রোহী সূত্রের খবর, সাদা প্রদেশের ধামাজ শহরেও সৌদি জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে। এই ঘটনায়ও প্রাণ হারিয়েছে আটজন। ধামাজে বিমান হামলায় নিহতদের সবাই নারী ও শিশু। অন্যদিকে, সানা প্রদেশের হামদান জেলার বেইত নাইম ও আল-গারজে এলাকায় সৌদি হামলায় অন্তত দুটি শিশু নিহত ও ছয়জন আহত হয়েছে। সানার আবাসিক এলাকা আল-মিয়াদেও কয়েক দফা বোমা ফেলা হয়েছে। সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া